বিকল্পধারার প্রতিষ্ঠাবার্ষিকী: যুক্তরাজ্য শাখা নেতৃবৃন্দের শুভেচ্ছা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২৩, ১০:০৩:৫৭ অপরাহ্ন
বিকল্পধারা বাংলাদেশের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিন, সাধারণ সম্পাদক ফজলুল হক এবং সহ-সভাপতি মিছবাহ জামাল যুক্তরাজ্য শাখাসহ দলের সকলস্তরের নেতা-কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন।
বিকল্পধারা যুক্তরাজ্য শাখার এই নেতারা ৮ মে বিকল্পধারা বাংলাদেশের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী ২০০৪ সালের ৮মে বিকল্পধারা বাংলাদেশ নামে ভিন্নধারার এই রাজনৈতিক দলটি গঠন করেন।
অধ্যাপক বি. চৌধুরী ২০০১ সালের ১৪ নভেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব লাভ করেন এবং রাজনৈতিক কারণে ২০০২ সালের ২১ জুন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন।
অধ্যাপক বি. চৌধুরী বিকল্পধারার প্রেসিডেন্ট হিসেবে এখনও দায়িত্বে রয়েছেন। দলটির প্রতিষ্ঠাতা মহাসচিব হচ্ছেন সাবেক বিএনপি সরকারের বস্ত্র প্রতিমন্ত্রী মেজর (অব.) আবদুল মান্নান এমপি।
বিকল্পধারা যুক্তরাজ্য শাখার সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিনসহ নেতারা বিবৃতিতে আরও বলেন, দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ১৯ বছর আগে ২০০৪ সালের ৮ মে ঢাকায় বিকল্পধারার প্রতিষ্ঠালগ্ন থেকে আমরা দলের সঙ্গে জড়িত আছি এবং বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে আমরাই প্রথম ২০০৪ সালের ২৪ মে বিকল্পধারা বাংলাদেশের যুক্তরাজ্য শাখা গঠন করি।
বিবৃতিতে বিকল্পধারার নেতারা আরও বলেন, “স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, ‘প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং অর্থনৈতিক মুক্তি আমাদের দলীয় আদর্শের ৪টি স্তম্ভ । এই দলীয় আদর্শ বাস্তবায়নে আমরা দলের সদস্যকর্মীগণ একযোগে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।-বিজ্ঞপ্তি


