প্রিন্স হ্যারি যেভাবে বাবা চার্লসের অভিষেকে প্রবেশ করেছিলেন (ভিডিও)
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৩, ১২:০৬:২৫ অপরাহ্ন
অনুপম প্রতিবেদক: নিজের আত্মজীবনী ‘স্পেয়ার’ লিখে সারা বিশ্বে আলোড়ন তুলেছিলেন ব্রিটিশ প্রিন্স হ্যারি। তিনি রাজা তৃতীয় চার্লসের পুত্র।
৬ মে রাজা চার্লসের রাজ্যাভিষেকে হ্যারি রাজ পরিবারের অন্য সদস্যদের সাথে হেলেদুলে হাস্যোজ্জ্বল হয়ে যেভাবে অনুষ্ঠানস্থল ওয়েস্টমিনস্টার এ্যাবেতে প্রবেশ করেন তা ছিল দর্শনীয়। (নিচে ভিডিও)
বইটি প্রকাশের আগে বেশ কয়েকটি সাক্ষাৎকারে রাজপরিবারের সঙ্গে সুসম্পর্ক নিয়েও মুখ খুলেছেন প্রিন্স হ্যারি। যেখানে বাবা চার্লস ও ভাই প্রিন্স উইলিয়াম সর্ম্পকে আরও ভয়াবহ অভিযোগ করেন প্রিন্স হ্যারি।
নিজের আত্মজীবনীতে প্রিন্স হ্যারি লিখেছেন, তার বাবা কিং চার্লস তাকে ঠাট্টা করে বলেছিলেন, কে বলতে পারে আমি তোমার সত্য়িকারের বাবা কিনা।
বইটিতে হ্যারি দাবি করেন, তার ভাই প্রিন্স উইলিয়াম তাকে শারীরিকভাবে আক্রমণ করেছিলেন, যখন তারা হ্যারির স্ত্রী মেঘান সম্পর্কে তর্ক করেছিলেন।
স্পেয়ার’এ হ্যারির কাছ থেকে আরও একটি দাবি রয়েছে, যেখানে ১৯৯৭ সালে তার মা ডায়ানার প্রিন্সেস অফ ওয়েলসের মৃত্যুতে শুধুমাত্র একবার কেঁদেছিলেন বলে জানিয়েছেন প্রিন্স হ্যারি। হ্যারি জানান, যখন তার মাকে কবর দেয়া হচ্ছিল শুধুমাত্র সেসময়ই কেঁদেছিলেন তিনি।
এছাড়াও বইটিতে হ্যারি তার কুমারত্ব হারানোর বিবরণ, কিশোর বয়সে মাদক সেবনের স্বীকারোক্তি এবং আফগানিস্তানে ব্রিটিশ সেনাবাহিনীর সাথে কাজ করার সময় ২৫ জনকে হত্যা করেছিলেন বলে দাবি করেন।
বইটি প্রকাশিত হওয়ার পরে প্রিন্স হ্যারি ও ব্রিটেনের রাজপরিবার ছাড়াও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আর একটি নাম- জে আর মোরিঙ্গার। তিনি হ্যারির বইয়ের ‘গোস্ট রাইটার’ অর্থাৎ নেপথ্য লেখক। যার মানে, হ্যারির জবানিতে বইটি মোরিঙ্গারের লেখা। বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনীর নেপথ্য লেখক হিসেবে যথেষ্ট নাম রয়েছে পুলিৎজার-জয়ী সাংবাদিক মোরিঙ্গারের।



