চার্লসের রাজ্যাভিষেক ও বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আরসিটির আলোচনা সভা, সাংস্কৃতিক সন্ধ্যা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২৩, ১০:১৩:৫৪ অপরাহ্ন
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট (আরসিটি) রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক, ঈদ পুনর্মিলনী এবং বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ৬ মে শনিবার সন্ধ্যা ৬টায় সেভেন কিংস রোডের 7a, ig3 8dh মেথডিস্ট চার্চে এক আলোচনাসভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে।
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট (আরসিটি ) সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিনের সভাপতিত্বে এবং মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামালের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার পুরো অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে অনুষ্ঠিত হয় রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক, ঈদ পুনর্মিলনী এবং বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও আপ্যায়ন এবং দ্বিতীয় পর্বে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আব্দুর রাজ্জাকের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়।
আলোচনাসভা ও সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি ছিলেন রেডব্রিজ কাউন্সিলের মেয়র থাভাথুরে জেয়ারঞ্জন। বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার কাউন্সিলর শফি আহমেদ, বার্কিং এবং দাগেনহাম কাউন্সিলের মেয়র, কাউন্সিলর ফারুক চৌধুরী, সাবেক স্পিকার কাউন্সিলর আহবাব চৌধুরী, কাউন্সিলর কবির মাহমুদ, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, কাউন্সিলর পুষ্পিতা গুপ্ত, কাউন্সিলর ফয়জুর রহমান, রেডব্রিজ লিবারেল ডেমোক্র্যাটস ডাইভারসিটি অফিসার ক্যাথি ডেভিস প্রমুখ।
তাছাড়া বক্তারা হলেন, আরসিটির সাংগঠনিক সম্পাদক আফসার হোসেন এনাম, সমাজ কল্যাণ সম্পাদক শাহীন চৌধুরী, যুগ্ম কোষাধ্যক্ষ গোলাম মো. রফিক, বাসিত চৌধুরী, দেওয়ান মিরন, নুরুল হক, মোহাম্মদ তারেক, বিয়ানীবাজার প্রগতিশীল সংস্থার সভাপতি হাবিবুর রহমান ময়না, বিয়ানীবাজার প্রগতিশীল সংস্থার সম্পাদক আকবর হোসেন, আজাদ, মোহাম্মদ ফারুক উদ্দিন, আব্দুল মুনিম, আজাদ হোসেন CeMap আনাম, মকসুদ, গুলজার আহমেদ, রওশন আহমেদ মো. গোলাম রফিক, আবু তারেক চৌধুরী, বাসিত চৌধুরী, মকসুদ আহমেদ, মোহাম্মদ হক, এ.সোহেল, মকসুদ আহমেদ, মুক্তিযোদ্ধা কামাল দেওয়ান, ওসমান মো. রাব্বি প্রমুখ।
আরসিটি রেডব্রিজে বসবাসরত বাংলাভাষী তরুণদের জন্য একটি বাংলা স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে জানতে পেরে অভ্যাগত অতিথিরা সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন ড. শম্পা দেওয়ান এবং তার দল। র্যাফেল ড্র ‘র পুরস্কার প্রদানের পরপরই সাংস্কৃতিক সন্ধ্যার পরিসমাপ্তি ঘোষণা করা হয়। – বিজ্ঞপ্তি


