প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফর: বিএনপি ও মানবাধিকার সংগঠনের বিক্ষোভ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২৩, ১:১১:৪২ অপরাহ্ন
আমিনুল ইসলাম মুকুল, লন্ডন: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য সফরের প্রতিবাদে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিরোধীদলের সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবিতে গত ৪ মে বৃহস্পতিবার লন্ডনে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি, অঙ্গ সংগঠন ও ইউকে ভিত্তিক বিভিন্ন মানবাধিকার সংগঠন।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার মোহাম্মদ আব্দুস সালাম, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আশিকুর রহমান আশিক, যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের সভাপতি রায়হান উদ্দিন, সেক্রেটারি বুরহান উদ্দিন চৌধুরী, সাংবাদিক আমিনুল ইসলাম মুকুল, স্ট্যান্ড ফর বাংলাদেশের সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম, নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সভাপতি মুসলিম খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার সদর উপজেলার সাবেক সহ সাধারণ সম্পাদক ইমদাদুল হক ,ফাইট ফর রাইটস এর সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ খান সহকারী সেক্রেটারি মোঃ আমিনুল ইসলাম সফর, মোহাম্মদ আলী, কামরুল হাসান রাকীব সোস্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি কাজী নুরুজ্জামান, সহ সাংগটনিক সম্পাদক ফয়েজ আহমদ ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনালের সেক্রেটারি নওশিন মোসতারী মিয়া সাহেব, অনলাইন একটিভিস্ট ফোরামের সেক্রেটারি মোঃ দেলোয়ার হোসেন, নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সহকারী সেক্রেটারি মোঃ শাহজালাল চৌধুরী নুরুল ,মো : নুরুল ইসলাম মাসুদ প্রমুখ।
মিছিলটি লন্ডনের হাইড পার্ক থেকে শুরু করে বাংলাদেশের প্রধানমন্ত্রী অবস্থানরত হোটেলের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারীরা ‘ডিক্টেটর হাসিনা, গো ব্যাক গো ব্যাক’, ইললিগাল প্রাইমমিনিস্টার, স্টেপ ডাউন স্টেপ ডাউন’, ‘জেল-জুলুম-হুলিয়া, নিতে হবে তুলিয়া’, ‘এই মুহূর্তে দরকার, তত্ত্বাবধায়ক সরকার’, ইত্যাদি স্লোগান দেন।
অনুষ্ঠানে বিরোধী দলগুলোর নেতাকর্মী ছাড়াও বিভিন্ন মানবাধিকার কর্মী ও বাংলাদেশী কমিউনিটির বিপুল সংখক মানুষ উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী বাকশালী নিশিরাতের অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য আগমন মেনে নেয়া যায় না। এই সরকার গুম, খুন, নির্যাতন-নিপীড়ন, দুর্নীতি ও দুঃশাসনের মাধ্যমে বাংলাদেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে। এই অবস্থা চলতে দেয়া যায় না। অবিলম্বে শেখ হাসিনাকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তারা বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল বিরোধীদলের নেতাকর্মীর উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করে সবাইকে মুক্তি দেয়ার আহবান জানান।-বিজ্ঞপ্তি



