হজযাত্রীদের করোনা, মেনিনজাইটিস এবং মৌসুমী ফ্লু টিকা নেওয়া বাধ্যতামূলক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২৩, ১০:৩৯:৫৮ অপরাহ্ন
অনুপম ধর্ম ডেস্ক: সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে বাধ্যতামূলক টিকাগুলো হজযাত্রীদেরকে এই বছরের হজ করার আগে নিতে হবে।
মন্ত্রণালয় থেকে বলা হয়েছে হজের আগে হজযাত্রীদের কোভিড-১৯ টিকার সমস্ত ডোজ সম্পন্ন করা উচিত। যারা গত ৫ বছরে মেনিনজাইটিসের টিকা নেননি তাদের সেটা নেওয়া উচিত। মন্ত্রণালয় বলেছে, তীর্থযাত্রীরাও মৌসুমী ফ্লু টিকা নিতে হবে যদি তারা এ মৌসুমের টিকা না নিয়ে থাকেন।
মন্ত্রণালয় বলেছে টিকাগুলো সৌদি আরবের স্বাস্থ্যসেবাকেন্দ্রে হজের ১০ দিন আগে পর্যন্ত পাওয়া যাবে। তাছাড়া আরও জানিয়েছে হজযাত্রীরা Sehhaty app এর মাধ্য টিকা নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।
সৌদির এ মন্ত্রণালয় এটাও স্পষ্ট করেছে যে অভ্যন্তরীণ হজযাত্রীদের জন্য হজের অনুমতিপত্র পেতে প্রয়োজনীয় সমস্ত টিকা নেওয়া বাধ্যতামূলক।
দেশটিতে শুক্রবার থেকে সেইসব অভ্যন্তরীণ হজযাত্রীদের হজ অনুমতিপত্র ইস্যু করা শুরু করেছে, যারা সংরক্ষিত প্যাকেজের জন্য ফি দিয়েছেন।
মন্ত্রণালয় এটাও জানিয়েছে, হজের অনুমতিপত্রের জন্য রেজিস্ট্রেশন ৭ জিলহাজ পর্যন্ত খোলা থাকবে, যদি অভ্যন্তরীণ হজযাত্রীদের জন্য বরাদ্দকৃত প্যাকেজে আসন পাওয়া যায়। নির্ধারিত তারিখে ফি দিতে না পারায় বা বিভিন্ন কারণে নাগরিক এবং বাসিন্দাদের দ্বারা সংরক্ষণ বাতিল করার ফলে আসন খালি হতে পারে।
মন্ত্রণালয় এটাও জানিয়েছে যে, জায়গা খালি হলে, তাদের ওয়েবসাইট বা নুসুক অ্যাপের মাধ্যমে বুক করার জন্য জানানো হবে।




