৩০ মিনিটের বেশি মোবাইলে কথা বললে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি!
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২৩, ১২:১৭:০৪ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: মোবাইল ফোনে প্রিয় মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে অনেকেরই সময়ের হিসাব থাকে না। কখনও কখনও ঘনিষ্ঠ আলাপে পার করে দেয়া হয় ঘন্টার পর ঘন্টা। অনেক সময় কর্মক্ষেত্রের আলোচনা কিংবা জরুরি প্রয়োজনেও মোবাইলে কথা বলা হয় দীর্ঘক্ষণ।
তবে এবার সেই প্রেমালাপ কিংবা জরুরি প্রয়োজনে মোবাইলে দীর্ঘসময়ের কথায় লাগাম টানতে হবে। সপ্তাহে ৩০ মিনিটের বেশি কথা বললেই পড়তে হতে পারে ঝুঁকিতে। উচ্চ রক্তচাপ ১২ শতাংশ বেড়ে হতে পারে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।
এতে বলা হয়, মোবাইল থেকে যে রেডিওফ্রিকোয়েন্সি এনার্জি বের হয়, তা-ই শরীরে রক্তচাপ বাড়িয়ে দেয়ার শঙ্কা তৈরি করে। গবেষণায় দাবি করা হয়েছে, হার্টের সুস্থতা নির্ভর করে আপনি কতক্ষণ ফোনে কথা বলছেন, তার ওপর। যত বেশি কথা বলবেন, ঝুঁকি তত বাড়বে।
ইউরোপিয়ান হার্ট জার্নাল ডিজিটাল হেল্থে প্রকাশিত এ সংক্রান্ত গবেষণায় ৩৭ থেকে ৭৩ বছরের মধ্যে যাদের বয়স, এমন ২ লাখ ১২ হাজার ৪৬ জনের ওপর সমীক্ষা করা হয়। কত বছর ধরে তারা মোবাইল ব্যবহার করেন, সপ্তাহে কত ঘণ্টা ফোনে কথা বলেন, হ্যান্ডস ফ্রি কিংবা স্পিকার ব্যবহার করে কথা বলেন কি না- এসবই আলাদা আলাদা করে খতিয়ে দেখা হয়েছে। তাতে জানা গেছে, প্রতি সপ্তাহে যারা ৩০ মিনিট বা তার বেশি সময় ফোনে কথা বলেন, তাদের ১২ শতাংশের উচ্চ রক্তচাপের সমস্যা দেখা গেছে। পুরুষ ও নারীর ক্ষেত্রে একই ফলাফল বলে জানায় গবেষণাটি।
যারা সপ্তাহে ৪ থেকে ৬ ঘণ্টা ফোনে কথা বলে সময় কাটান, তাদের ২৫ শতাংশের এই ঝুঁকি থাকে। তবে প্রত্যেককেই বিষয়টি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।