৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প জাপানে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২৩, ৫:৫৬:৫৮ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: আজ শুক্রবার জাপানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ইশিকাওয়া প্রিফেকচার ও এর আশপাশের এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। তবে ভূমিকম্পের পর সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।
জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা ৪২ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এ সময় এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। এর প্রভাবে জাপানে ভূমিধস হতে পারে বলেও জানা গেছে।
ভূমিকম্পের কারণে জাপানের জনপ্রিয় পর্যটন স্থান নাগানো এবং কানাজাওয়ার মধ্যে শিনকানসেন বুলেট ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় জাপান তীব্র ভূমিকম্পনপ্রবণ অঞ্চল। এর আগে গত ২৮ মার্চ সন্ধ্যায় জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির আওমোরি প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে।
প্রসঙ্গত, ২০১১ সালের শক্তিশালী ভূমিকম্পে জাপানের ফুকুশিমা প্রিফেকচারের দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়ে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল। ১৯৮৬ সালে চেরনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণের পর এ দাইচি পরমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়া সবচেয়ে ভয়াবহ পরমাণু দুর্ঘটনা ছিল।
এর আগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়। আজ শুক্রবার সকাল ৫টা ৫৭ মিনিটে এই ভূকম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। রাজধানী থেকে প্রায় ৪২ কিলোমিটার দূরের দোহার ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।