সুদান থেকে ফেরার অপেক্ষায় ৬৮২ জন বাংলাদেশি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২৩, ৬:২৩:৪৯ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: সংঘাতময় সুদান ছেড়ে বাংলাদেশে ফেরার অপেক্ষায় রয়েছেন ৬শ’ ৮২ জন বাংলাদেশি। সরকারি ব্যবস্থাপনায় পোর্ট সুদান থেকে তাদের আজ জাহাজে সৌদি আরবের জেদ্দায় আনার কথা রয়েছে। জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে সুদান প্রবাসীদের ঢাকায় ফিরিয়ে আনা হবে।
মঙ্গলবার সকালে তিন জায়গা থেকে ১৩টি বাসে করে এই বাংলাদেশিরা পোর্ট সুদানের উদ্দেশ্যে রওনা করেন বলে জানান খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ।
তিনি বলেন, পোর্ট সুদান পর্যন্ত প্রায় এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হবে তাদের।
গত ১৫ এপ্রিল সুদানের সশস্ত্র বাহিনী এসএএফ এবং আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে লড়াই শুরুর পর এ পর্যন্ত কয়েকশো মানুষ নিহত হয়েছে। এ লড়াইয়ে রাজধানী খার্তুম ও আশপাশের আবাসিক এলাকাগুলো পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্রে।
সরকারি হিসাবে, সুদানে দেড় হাজারের মত বাংলাদেশি রয়েছে। পরিস্থিতির ক্রম অবনতি ঘটায় বাংলাদেশিদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের সুদান থেকে জাহাজে সৌদি আরবের জেদ্দায় নিয়ে সেখান থেকে দেশে ফেরানো হবে।