৯০ শতাংশ হাওরের ধান কাটা শেষ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২৩, ৪:৫৪:৪৫ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: হাওর অঞ্চলের ৯০ শতাংশ এবং সমতলের ৩৩ শতাংশ বোরো ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এছাড়া সারাদেশের ৬৬ শতাংশ বোরো ধান কাটা শেষ হয়েছে।
সচিবালায়ে আজ রোববার (৩০ এপ্রিল) এক ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, এবার ভালোভাবে হাওর অঞ্চলের ধান ঘরে উঠেছে। আশা করছি, খাদ্য নিয়ে কোনো সমস্যা হবে না। এ বছর ৫০ লাখ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী।




