হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: একসঙ্গে চারটি ফোনে লগ ইন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২৩, ১:০৬:৫৭ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপ এখন মানুষের নিত্যদিনের সঙ্গী। সময়ের সঙ্গে তাল মিলিয়ে তাই ব্যবহারকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে তৎপর মেটা অধীনস্থ এই ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপটি। ফের একটি নতুন ফিচার নিয়ে এল। মঙ্গলবার হোয়াটসঅ্যাপের ফিচার নিয়ে বড় আপডেটের কথা ঘোষণা করলেন মেটা মালিক মার্ক জুকারবার্গ।
কী ফিচার?
এবার একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আলাদা আলাদা ফোনে ব্যবহার (Linked Multiple Phones) করতে পারবেন আপনি। এতদিন আপনি আপনার অ্যাকাউন্ট শুধুমাত্র একটি ফোনেই ব্যবহার করতে পারতেন। কিন্তু নতুন আপডেটের পরে সেই নিয়ম পাল্টে যাচ্ছে।
লোকেরা এখন একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সাইন আউট না করে ফোনের মধ্যেই অ্যাকাউন্ট সুইচ করতে পারতেন। তবে এবার বিভিন্ন ডিভাইসে সেই সুবিধা পাওয়া যাবে।
কীভাবে একটি অ্যাকাউন্ট বিভিন্ন ডিভাইসে ব্যবহার করবেন?
আপনি এখন থেকে আপনার হোয়াটসঅ্যাপ চারটি ডিভাইসে একসঙ্গে লগইন করতে পারবেন।
হোয়াটসঅ্যাপের নতুন ভার্সন আপডেট করলেই আপনি একটি ‘মাল্টি ডিভাইস শেয়ারিং’ অপশন পাবেন। সেটি আপনার হোয়াটসঅ্যাপের মেন পেজেই থাকবে।সেখান থেকে সেটিং অপশনে যেতে হবেসেখানেই আপনি Linked Device বলে অপশন পাবেন, সেই অপশনে টিপলেই ডিভাইস লিঙ্ক হয়ে যাবে।
এছাড়াও আরও একভাবে আপনি বিভিন্ন ডিভাইসে লিঙ্ক করতে পারবেন।
নিজের ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন, তারপর More Option এ যেতে হবে আপনাকে। সেখানেই আপনার ডিভাইস Linked Device অপশন পাবেন। সেখানে ক্লিক করুন। তারপর আপনার প্রাইমারি ফোনটার স্ক্রিন আনলক করুন। সেখানেই একটি QR কোড পাবেন। সেই কোড স্ক্যান করে আপনি নতুন ডিভাইসে হোয়াটসঅ্যাপ খুলতে পারবেন।