দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মশালা সিলেটে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২৩, ১০:২১:৫৩ অপরাহ্ন
সিলেট অফিস: দুর্যোগের ক্ষয়ক্ষতি ও চাহিদা নিরূপণ এবং ডিজিটাল প্লাটফর্ম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সিলেটে।
বুধবার (২৬ এপ্রিল) সকালে সিলেটের ব্র্যাক লার্নিং সেন্টারে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজনে ও রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় আয়োজিত কর্মশালা উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান।
এ সময় আরও বক্তব্য রাখেন, রেডক্রিসেন্ট সোসাইটির কার্য নির্বাহী সদস্য মোস্তাক আহমদ পলাশ, সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দিনব্যাপী কর্মশালায় অংশ গ্রহণ করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহকারীবৃন্দ।




