আন্তর্জাতিক বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২৩, ১০:৪৭:০৭ অপরাহ্ন
আগামীকাল ২৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল ৫ দিনব্যাপী লন্ডনে শুরু হতে যাচ্ছে লন্ডন বেংগলী ফিল্ম ফেস্টিভ্যাল।
বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট থেকে বাছাইকৃত বাংলা ছায়াছবি। যে ছবিগুলো সমাজ ও সংস্কৃতির চোখ মুখ খোলে দিতে অনেক ক্ষেত্রে সক্ষম। দর্শক শ্রোতা প্রিয় হবে বলে আশাবাদী ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজকরা।
লন্ডনের ঐতিহ্যেবাহী গিল্ড হল সিটি অব লন্ডন করপোরেশনের মিটিং রুমে আয়োজিত প্রেস লঞ্চ অনুষ্ঠিত হয়েছে গত সোমবার সন্ধ্যায়।
প্রেস লঞ্চের শুরুতে উপস্থিত সবাইকে স্বাগত জানান আয়োজক বিশিষ্ট চিত্রনির্মাতা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র সংগ্রামের নির্মাতা সিটি অব লন্ডন কপোরেশনের ভাইস চেয়ারম্যান কাউন্সিলমান মনসুর আলী। ডিরেক্টর দিলরুবা ইয়াসমিন রুহি বাংলা সিনেমাগুলো কোথায় ও কখন প্রদর্শনী চলবে উল্লেখ করে বলেন, আমরা খুবই আশাবাদী লন্ডনের সিনেমা প্রিয় দর্শকরা এই বাংলা সিনেমাগুলো লন্ডন ছাড়াও হোম সিনেমা মানচেস্টার, দি লাইট সিনেমা কেমব্রিজ ও জেনেসিস সিনেমা মাইল এন্ড রোডে উপভোগ করবেন।
২৬ এপ্রিল ৮টায় ঐতিহ্যবাহী বারবিকান সিনেমা হলে লাল গালিচা সংবর্ধনা অনুষ্ঠানে স্বনামধন্য চিএ নির্মাতারা, প্রডিউসারস, ড্রিস্ট্রিবিউটারস সাংবাদিক সহ অনেক গুণীজনরা উপস্থিত থাকবেন।
আগামী ৩০ এপ্রিল রোববার ব্যাংক হলিডে উইকএন্ডে ১২ টা থেকে ৬টা অল্ডগেইটে ফেস্টিভ্যালের অংশ সহ রাত ৮টায় মাইল এন্ড রোডে জেনেসিস সিনেমা হলে ছায়াছবি ‘লক্ষীছেলে’ পরিবেশিত হবে।
প্রদর্শনীর বিনিময়ে সিনেমা হলে বাংলা সিনেমা পরিবেশন ও হলে বাঙালি সিনেমা দর্শকদের আকৃষ্ট করতে আয়োজকরা যথেষ্ট আন্তরিক বলে জনাব মনসুর আলী উল্লেখ করেন।
প্রেস লঞ্চে অনেকের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির হোসেন, টাওয়ার হামলেটস-এর সাবেক স্পীকার কাউন্সিলর আহবাব হোসেন, মিডিয়া বাক্তিত্ব মিছবাহ জামাল, এটিএন বাংলার নিউজ এডিটর সিনিয়র সাংবাদিক মোস্তাক আলী বাবুল, সিনিয়র সাংবাদিক টিভি প্রেজেন্টার বুলবুল হাসান, ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র হুমায়ুন কবির, প্রোপার্টি এডভাইজার টিভি প্রেজেন্টার কাজী আরিফ, বিশিষ্ট নৃত্য পরিচালক চায়না চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক স্মৃতি আজাদ, চ্যানেল এস সিনিয়র রিপোর্টার রেজাউল করিম মৃধা সহ আরো অনেকে।
উল্লেখ্য, অনুষ্ঠানে ফেস্টিভ্যালের প্রোগ্রাম ডিরেক্টর ইয়াসমিন রুহী জানান গতবছর কুইন মেরি ইউনিভার্সিটি ফেলো হিসেবে মনসুর আলীকে নির্বাচন করা হয়। কুইনমারী ইউনিভার্সিটিকে ফেস্টিভালের সাথে সংস্কৃত করতে তাদের নতুন থিয়েটার হল কেউ এ বছর ফেস্টিভ্যালের অংশ হিসেবে সংযুক্ত করা হচ্ছে। কুইনমারী ইউনিভার্সিটিতে ফেস্টিভ্যালের দ্বিতীয় দিন শিশুদের জন্য রয়েছে শিশুতোষ চলচ্চিত্র এবং নারীদের জন্য রয়েছে, মানসিক স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক বিশেষ স্বল্পদৈর্ঘ্য ছবির প্রদর্শনী যা দর্শকদের জন্য একেবারেই ফ্রি।
এ ছাড়াও আগামী ২৭ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৪টায় কুইনমেরী হলে বিশেষ অনলাইনে যোগ দিবেন উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা পদ্মশ্রী ও পদ্মাভূষণ খেতাবপ্রাপ্ত কিংবদন্তি অভিনেতা নাসির উদ্দিন শাহ।



