রাজা তৃতীয় চার্লসের অভিষেকে ১০ সারি পেছনে বসবে পুত্র প্রিন্স হ্যারি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২৩, ১:১৮:৩৭ অপরাহ্ন
রাজা তৃতীয় চার্লস ও প্রিন্স হ্যারি
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের রাজ অভিষেক উদযাপনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী মাসের ৬ তারিখে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে আনুষ্ঠানিকভাবে রাজাকে মুকুট পরানো হবে।
বাকিংহাম প্যালেস জানিয়েছে, প্রিন্স হ্যারি আগামী ৬ মে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে তার বাবা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। তবে হ্যারির স্ত্রী ডাচেস অব সাসেক্স মেগান এ অনুষ্ঠানে যোগ দেবেন না। রাজপ্রাসাদ সূত্রে জানা গেছে, মেগান দুই সন্তান প্রিন্স আর্চি ও প্রিন্সেস লিলিবেটকে নিয়ে ক্যালিফোর্নিয়ায় থাকবেন। নতুন রাজার অভিষেকের দিনের সঙ্গে হ্যারি-মেগান দম্পতির বড় ছেলের জন্মদিন মিলে গেছে।
হ্যারির বই ‘স্পেয়ার’ এ পারিবারিক গোপন তথ্য প্রকাশের কারণে হাউজ অব উইন্ডসরের অভ্যন্তরে বিভেদ সৃষ্টি হয়েছে। তা সত্ত্বেও হ্যারি এ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। তবে রাজা চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানের সময় প্রিন্স হ্যারি রাজপরিবারে সাথে নয় বরং ১০ সারি পেছনে বসবেন।
রাজপরিবারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বড় ভাই প্রিন্স উইলিয়াম, তার স্ত্রী কেট মিডলটনসহ পরিবারের বাকি সদস্যরা যে সারিতে বসবেন, তার থেকে ১০ সারি পেছনে বসতে হবে হ্যারিকে। স্বেচ্ছায় রাজপরিবার ছেড়ে যাওয়ার কারণে হ্যারিকে পেছনে বসতে হবে। আরও জানা গেছে, হ্যারি অভিষেক অনুষ্ঠানে খুব অল্প সময় থাকবেন।



