আয়ারল্যান্ড: কমিউনিটি নেতা নাবির হাসান মনিরের দাফন সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২৩, ৪:৫১:৪৩ অপরাহ্ন
অনুপম প্রবাস ডেস্ক: আয়ারল্যান্ড প্রবাসী ও গলওয়ে বাংলাদেশি কমিউনিটির সাধারণ সম্পাদক নাবির হাসান মনিরের দাফন সম্পন্ন হয়েছে। তিনি দীর্ঘ ১০ মাস মরণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে গত মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল নয়টা চল্লিশ মিনিটে গলওয়ে ইউনিভার্সিটি হসপিটালে মারা যান।
মৃত্যুর পর মরহুম নাবির হাসানের লাশ গলওয়ে হিমঘরে রাখা হয়। বুধবার (১৯ এপ্রিল) সকাল দশটা তিরিশে মরহুমের লাশ শেষবারের মত আনা হয় তার বাড়ি গলওয়ের করাক বুইয়ে।
সকাল থেকে তাকে এক নজর দেখার জন্য মরহুমের বাড়িতে আয়ারল্যান্ডের বিভিন্ন কাউন্টির বাংলাদেশিরা জড়ো হন। এখান থেকে দুপুর একটা তিরিশে নেয়া হয় রাহুন কবরস্থানে।
এ সময় মরহুমের ছোট ভাই মনিরুল ইসলাম বাবু আগত বাংলাদেশিদের উদ্দেশে তার ভাইয়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। দুপুর দুইটায় জানাজার নামাজ শেষে ওই কবরস্থানে সমাহিত করা হয় নাবির হাসান মনিরকে।
শত শত বাংলাদেশিরা জানাযায় অংশ নিয়ে অশ্রুসজল নয়নে বিদায় জানান গলওয়ে কমিউনিটির এই নেতাকে। দাফন শেষে বিশেষ দোয়া করা হয় মরহুমের মাগফিরাতের জন্য।