দক্ষিণ কোরিয়া: ইসো আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত ও ইফতার মাহফিল সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২৩, ১১:০৫:৪৮ অপরাহ্ন
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সামাজিক সংগঠন ইপিএস স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন ‘ইসো’ আয়োজিত ইসো আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত, ইসলামী সংগীত ও ইফতার মাহফিল গত ১৬ এপ্রিল রোববার বাংলাদেশী অধ্যুষিত এলাকা আনসান মসজিদ এ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের ১ম পর্ব সকাল ১১ টায় ইসলামী সংগীত প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয়। ইসলামি সংগীত প্রতিযোগিতা বিচারকের দায়িত্ব পালন করেন নবাংকুর শিল্পী গোষ্ঠী দক্ষিণ কোরিয়া শাখার পরিচালক আমান উল্লাহ আমান ও মোঃ সুজন হাওলাদার।
জোহর নামাজের পর দুপুর ১:৫০ মিনিটে ২য় পর্ব কোরআন তেলাওয়াত (সাধারণ ক্যাটাগরি ) প্রতিযোগিতা শুরু হয়। এসময় বিচারকের আসনে উপস্থিত ছিলেন আনসান মসজিদ ও ইসলামিক সেন্টারের বর্তমান ইমাম ও খতিব মুফতি ফয়জুল্লাহ আমিন , ইন্দোনেশিয়ান ইমাম মাওলানা ইরফান উদ্দিন ও মাওলানা জাহিদুল ইসলাম। সাধারণ ক্যাটাগরিতে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়ান প্রতিযোগি অংশগ্রহণ করেন।এসময় প্রায় ১৭ জন ক্ষুদে প্রতিযোগী অংশগ্রহণ করে সবাইকে তাক লাগিয়ে দেন। এবং সবাই আশাবাদ ব্যক্ত করেন যে কোরিয়ায় আমাদের পরবর্তী প্রজন্ম বেশ ভাল ইসলামী সংস্কৃতি চর্চার সুযোগ পেয়েছে ইসোর এই প্রোগ্রাম এর মাধ্যমে।
তারপর কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ( বিশেষ ক্যাটাগরি) শুরু হয় বিকেল ৪টা থেকে। হাফেজ ও মাদ্রাসা পড়ুয়া প্রতিযোগীদের নিয়ে এই বিশেষ ক্যাটাগরির আয়োজন করা হয়। এসময় পবিত্র কোরআন তেলাওয়াতের মহিমায় সকলের মাঝেই মুগ্ধতা ছড়িয়ে যায়।
এই পর্বের বিচারকমণ্ডলীরা হলেন, আনসান মসজিদ ও ইসলামিক সেন্টারের বর্তমান ও সাবেক ইমাম মুফতি ফয়জুল্লাহ আমিন ও মুফতি মুমতাজুল হক এবং ইন্দোনেশিয়ান ইমাম মাওলানা ইরফান উদ্দিন।
বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীরা হলেন-
ইসলামি সংগীত:
১ম: ইমরান হোসেন
২য় : আবু সালেক
৩য়: হাসান মজুমদার
কোরআন তেলাওয়াত (সাধারণ ক্যাটাগরি)..
১ম : ইমতিয়াজ ভূঁইয়া
২য় : মোঃ কামরুজ্জামান
৩য়: ইমরান হোসেন
কোরআন তেলাওয়াত (বিশেষ ক্যাটাগরি):
১ম: হাসনাইন আহমেদ
২য় : মোঃ সুজন মিয়া
৩য় : আবদুল্লাহ আল নোমান
আগত বিভিন্ন কমিনিউটির নেতৃবৃন্দ ও স্পন্সরকৃত বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকগণ উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় অতিথিবৃন্দ ইসোর এই আয়োজনের ভূয়শী প্রশংসা করেন এবং এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
ক্ষুদে প্রতিযোগীদের উত্সাহ প্রদানের জন্য সকলের মাঝেই সৌজন্য পুরস্কারের ব্যবস্থা রাখা হয়।
তারপর ইফতার পর্বের মাধ্যমে ইসো আয়োজিত অনুষ্ঠানটির সমাপনী করি হয় ।এই সময় বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় ৬৫০+ মুসল্লিদের মাঝে ইফতারের খাবার বিতরণ করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে এই মহতী উদ্যোগে সহযোগিতা প্রদানের জন্য সকল স্পন্সরদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানের স্পন্সর যারা ছিলেন তারা হলেন আল- মায়্যিদাহ মুসলিম ফুড ও উজিন ইএনজি কো: লিঃ ( 강우진), এস এন ফুড ( M I Soton), জি -মানি ট্রান্স বাংলাদেশ ( Makshud Hossain) মাই ট্রিপস. কে আর ( Masud Mia), এম এম এম ট্রেডার্স লিঃ ( Mithu Mart) , ড্রিম ট্রাভেল ( Arif khan) , এম আর হালাল মার্ট ( Shahalam mollah & Raisul Islam rasel), বিডি হাউস ( Rasel bin solayman), ইজি ফুড ( জাহাঙ্গীর হোসেন)।-বিজ্ঞপ্তি