সুনামগঞ্জ: হাওরে ধান কাটলেন ৩ মন্ত্রী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২৩, ৮:১৫:৩৬ অপরাহ্ন
অনুপম ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জের শুরু হয়েছে ধান কাটা উৎসব। বুধবার ১৯ এপ্রিল শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরে উৎসবের উদ্বোধন করে কৃষকদের উৎসাহ দিতে ধান কাটায় অংশ নেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
শান্তিগঞ্জের দেখার হাওরপাড়ে জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, পুলিশ সুপার মো. এহসান শাহ প্রমুখ।
এ সময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘অনেক বছর কৃষকরা ধান ঘরে তুলতে পারে না। এবার সুনামগঞ্জে এসে ভালো লাগছে, ইনশাআল্লাহ মনে হয় ধান কাটা যাবে। প্রায় ৩০ ভাগ ধান কাটা হয়েছে। যে বছর ধান হয়, সারা বাংলাদেশে সুনামগঞ্জের ধান চলে যায়। সারা দেশের মানুষ খেতে পারে।
পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, আমাদের কাছে হাওরের বাঁধের জন্য ২৩০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। আমরা ১০০ কোটি টাকা দিয়েছি। যাছাই-বাছাই করে আর হয়তো ২০-৩০ কোটি টাকা দেওয়া হবে। হাওরের খরচ অটোমেটিক কমিয়ে দেওয়া হচ্ছে।
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, বঙ্গবন্ধু কন্যা আমাদের পরম বন্ধু। বিশেষ করে হাওরের জন্য প্রধানমন্ত্রীর অসীম স্নেহ। নাহলে আমরা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, টেক্সটাইল কলেজ, উড়াল সেতু, রাণীগঞ্জ সেতু পেতাম না।