বাংলাদেশ বিজনেস কমিউনিটি বাহরাইনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২৩, ৭:১৯:৫৯ অপরাহ্ন
আশফাক আহমেদ, বাহরাইন প্রতিনিধি: বাহরাইনে বাংলাদেশী ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন “বাংলাদেশ বিজনেস কমিউনিটি বাহরাইন” এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দেশটির জুফের এলাকায় আল মঞ্জিল হোটেলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাবের আহমেদের সভাপতিত্বে ও উপদেষ্টা মাজাহারুল হক নয়ন ও সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল হাছান সোহাগ এর যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক আলাউদ্দীন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ দূতাবাস বাহরাইনের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস।বিশেষ অতিথি ছিলেন- দূতাবাসের থার্ড সেক্রেটারি তাসির উদ্দিন, বাংলাদেশ স্কুল বাহরাইন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুইজ চৌধুরী, বাংলাদেশ বিজনেস কমিউনিটি বাহরাইন প্রধান উপদেষ্টা ফয়সাল মাহমুদ চৌধুরী, ফুয়াদ তাহের শান্তনু, আলাউদ্দিন নুর, মামুন আব্দুল সাওার,বকুল সূত্রধর, দুলাল দাশ, তাজ উদ্দিন, আনোয়ার হোসেন, হাসেম রানা, ইসমাইল, আরিফ আহমেদ, ইসমাইল পলাশ, তপন ভূইয়া, জালাল আহমেদ, ইসরাফিল হোসেন, মোহাম্মদ ইসলাম, ফখরুল ইসলাম, মোহাম্মদ মিজান , আনোয়ার সহ বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সাংবাদিক, সুশীল সমাজ ও বিভিন্ন পর্যায়ের প্রবাসী ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।