ফেঞ্চুগঞ্জ: সাফা ২০১৪ ব্যাচের খাদ্যসামগ্রী বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২৩, ১১:৫৬:৩২ অপরাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ৮৫ অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে আজ সোমবার (১৭ এপ্রিল)।
উপজেলার সৈয়দ আফরোজ ফিরোজ একাডেমি’র (সাফা) এসএসসি ২০১৪ ব্যাচের উদ্দ্যোগে ঈদ উপহার হিসেবে অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
ব্যাচের সাথীরা অনুপমনিউজটোয়েন্টিফোরকে জানান, দেশে বিদেশে অবস্থানরত সকল বন্ধুদের উদ্যোগে ঈদ উপহার হিসেবে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, ৪ কেজি চাল, ১ লি: তেল, ২ কেজি আলু, ২ কেজি পিয়াজ, আধা কেজি চিনি, আধা কেজি মসুর ডাল, ১ প্যাকেট সেমাই, ৭৫ গ্রাম দুধ।-বিজ্ঞপ্তি