কুমিল্লায় সোনার বাংলা এক্সপ্রেসের ৭ বগি লাইনচ্যুত, আহত ৫০
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৩, ১০:১৯:২২ অপরাহ্ন
অনুপম ডেস্ক রিপোর্ট: কুমিল্লার নাঙ্গলকোটে হাসানপুর স্টেশনে একটি কনটেইনারবাহী মেইল ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিয়ে সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন ও ৭টি বগি লাইনচ্যুত হয়। এ দুর্ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম গণমাধ্যমকে জানান, চট্টগ্রাম থেকে ঢাকামুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন আজ রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসানপুর স্টেশনে একটি কনটেইনারবাহী মেইল ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন ও ৬টি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত বগির মধ্যে ৩টি এসি চেয়ার ও ৪টি শোভন চেয়ার রয়েছে।
শরিফুল আলম জানান, হাসানপুর স্টেশনে সিগনাল ফেল করে সোনার বাংলা এক্সপ্রেস মূল লাইন দিয়ে না গিয়ে, লুপ লাইনে ঢুকে পড়ে। তখন লুপ লাইনে দাঁড়িয়ে থাকা কনটেইনারবাহী ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা দেয় এটি। তাৎক্ষনিকভাবে হতাহতের কোন তথ্য তিনি দিতে পারেন নি।