বঙ্গবন্ধুর সমাধিতে মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর শ্রদ্ধা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৩, ৯:৫৮:০১ অপরাহ্ন
অনুপম ডেস্ক রিপোর্ট: টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
রোববার বিকালে তিনি আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় সিলেট মহানগর ও জেলা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞ। কারন যে দলকে ছোটবেলা থেকে বুকে লালন করি সেই দলের মনোনয়ন পেয়েছি। নির্বাচনে নৌকা প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে বলে আশাবাদী। কারন সিলেটের মানুষ মনে প্রানে বঙ্গবন্ধু ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসে।
এ সময় মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করেন।




