জগন্নাথপুর: আ.লীগের প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৩, ৯:২৭:৩০ অপরাহ্ন
অনুপম প্রতিনিধি: স্থানীয় সরকারের যে কয়েকটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন, সেগুলোতে প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এর আগে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আকমল হোসেন ২৬ ডিসেম্বর ইন্তেকাল করায় উপজেলা পরিষদ পদটি শূন্য হয়।