ঋষি সুনাককে ‘ইগনোর’ করলেন বাইডেন! ভাইরাল ভিডিও
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৩, ১০:২১:১০ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: গুড ফ্রাইডে চুক্তি সইয়ের ২৫ বছরপূর্তি উদযাপন উপলক্ষ্যে আয়ারল্যান্ডে চার দিনের সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বেলফাস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বাইডেনকে স্বাগত জানান।
তবে দুই নেতার একটি ভিডিও ক্লিপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, বাইডেন কি সুনাককে চিনতে পারেননি।
ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, সুনাককে দূরে সরিয়ে দিয়ে এক সামরিক কর্মকর্তাকে স্যালুট করেন বাইডেন।
নেটিজেনরা এ ভিডিও শেয়ার করে অনেকে বলছেন, বাইডেনের এমন আচরণ কি ইচ্ছাকৃত? তবে কেউ কেউ বলছেন, বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছেন বাইডেন, তাই হয়তো ভুলবশত এমনটা হয়েছে।
পরে দেখা গেছে, উষ্ণ করমর্দন সেরেছেন দুই নেতা। সুনাকের পিঠও চাপড়ে দেন বাইডেন। বৈঠকেও বসেছেন তারা।
🤣
Joe Biden pushes Rishi Sunak out the way to greet someone else as he didn’t recognize the UK PM
— Russian Market (@runews) April 12, 2023




