মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইন’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৩, ১০:০৮:৪৮ অপরাহ্ন
আশফাক আহমেদ, বাহরাইন প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইনের উদ্যোগে প্রবাসী বাংলাদেশীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দেশটির মোহাররক এলাকায় আল ইসলাহ সোসাইটি হল রুমে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন কারী জসিম উদ্দিন।
সংগঠনের সভাপতি মোঃ সৈয়দ সুরমান মিয়ার সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক বিষ্ণুপদ দেব, সাংগঠনিক সম্পাদক সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী ও দপ্তর সম্পাদক মোঃ সুমনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন-বাহরাইনে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন-বাংলাদেশ স্কুল বাহরাইন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুইজ চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সভাপতি আসিফ আহমেদ, বাংলাদেশ সমাজের সভাপতি মঞ্জুর আহমেদ, কয়েছ আহমেদ, আলা উদ্দিন নুর, শাহ আলম, ইঞ্জিনিয়ার বদরুল আলম, খ ম আশরাফ আহমেদ, জসিম উদ্দিন, মোঃআরিফ মিয়া, বকুল সূত্রধর, আইনুল হক, আলা উদ্দিন আহমেদ, মোঃ নাসির উদ্দিন, শাহ আলম, এম এম এ শামীম আহমেদ, অলি আহমদ।
আরো উপস্থিত ছিলেন মোঃ রানা, টিপু সুলতান, জসিম উদ্দিন, সাঈদুর রহমান সোহেল, মোঃ জুয়েল, মোঃ দিলদার মাহমুদ, নূরুল ইসলাম, আব্দুল হাশিম, আব্দুস সত্তার, অজয় দাস, মোঃ আলাউদ্দিন, নোমান আহমদ, আব্দুল আজিজ সহ বাহররাইনে অবস্থানরত বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।