মালয়েশিয়ায় শতাধিক এতিমদের মাঝে ইফতার ও নগদ অর্থ প্রদান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৩, ৮:১৫:০৫ অপরাহ্ন
আহমাদুল কবির, মালয়েশিয়া: পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিমদের মাঝে ইফতারি ও নগদ অর্থ প্রদান করেছেন মালয়েশিয়া আওয়ামী লীগের আহবায়ক এম রেজাউল করিম রেজা।
৯ এপ্রিল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরস্থ একাডেমি তাহফিজ আল হিদাইয়ায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক এতিমদের এ ইফতার ও নদগ অর্থ বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ- সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাবেক সহ- সভাপতি হাজী দাতো আব্দুল হামিদ জাকারিয়া, যুগ্ন- আহবায়ক শাহিন সরদার, আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন লাল্টু বিশ্বাস, বাবু, জাহাঙ্গীর, রেজাউল করিম, কাজল, হানিফ, মনির ও বায়েজিদ প্রমূখ ।
আহবায়ক এম রেজাউল করিম রেজা জানান, আওয়ামী লীগ সভানেত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দেশের ন্যায় আমরা মালয়েশিয়া আওয়ামী লীগও এবার ইফতার পার্টির আয়োজন হতে বিরত থাকি । এবং নেত্রীর প্রতি সম্মান জানিয়ে এ দেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এমন অনুষ্ঠানের আয়োজন করি।