শাল্লা: বোরো ধান কাটা উদ্বোধন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৩, ৩:৫৭:০৬ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় আনুষ্ঠানিকভাবে বোরো ধান কাটার উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব।
শনিবার (৮এপ্রিল) উপজেলার ৩নং সদর বাহাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সুখলাইন গ্রামের ছায়ার হাওরে এক কৃষকের জমির বোরো ধান কাটার মাধ্যমে উদ্বোধন করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট দিপু রঞ্জন দাশ, বাহাড়া ইউপির চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু রায়হান, কৃষক লীগের আহ্বায়ক রনজিৎ কুমার দাস, প্রকল্প কর্মকর্তা ফজলুল করিম সর্দার, পানি উন্নয়ন বোর্ডের সেকশন কর্মকর্তা আব্দুল কাইয়ুম, জনস্বাস্থ্য উপ প্রকৌশলী রাসেদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসের মাঠ কর্মকর্তা জবা রাণী দাস ও বিভূতোষ চৌধুরী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় কৃষকগন উপস্থিত ছিলেন।