বাহরাইনে শেখ বদরুল ইসলাম সিদ্দিকীর রুহের মাগফিরাত কামনায় দোয়া
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৩, ১০:৪৩:১০ অপরাহ্ন
আশফাক আহমেদ, বাহরাইন প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইনের সাংগঠনিক সম্পাদক সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকীর বড় ভাই মরহুম শেখ বদরুল ইসলাম সিদ্দিকীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদের উদ্যোগে হয় এ আয়োজন।
বৃহস্পতিবার দেশটির রাজধানী মানামা লিন্নাস মেডিকেল সেন্টারের হল রুমে স্থানীয় সময় রাত ১০ টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। মরহুম শেখ বদরুল ইসলাম সিদ্দিকী গত ৪ মার্চ মৃত্যুবরণ করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৩৮ বছর।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ মরহুমের কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সুরমান মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন -জসিম উদ্দিন, অলি আহমেদ, দিলদার মাহমুদ, বকুল সূত্রধর, বিষুপদ দেব, সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী, শাহ আলম, এম এম এ শামীম, মোঃ গিয়াস উদ্দিন, সুনাম লতিফ, মোঃ নরুল ইসলাম, মোঃ শামীম আহমেদ অলি, সাইদুর রহমান সুহেল, সুমন আহমেদ, জসিম উদ্দিন, টিপু সুলতান, মোজাম্মেল আহমেদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।