দরগাপাশা পঞ্চায়েত কাউন্সিলের ইফতার মাহফিল সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৩, ৮:১৮:০৫ অপরাহ্ন
শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা পঞ্চায়েত কাউন্সিল এর রমজান ঈদ স্মাইল আপিলের অংশ হিসাবে ৬ এপ্রিল বৃহস্পতিবার এক ‘ইফতার মাহফিল’র আয়োজন করা হয় গ্রামের ঐত্যিহ্যবাহী আব্দুর রশিদ হাই স্কুলে।
দরগাপাশা, নোয়াগাও ও খছদ্দরপুর সহ তিন গ্রাম থেকে প্রায় ৮০০ জন রোজাদারগণ কাউন্সিল এর সকল মুরুব্বি, সদশ্যবৃন্দ, প্রতিনিধিবৃন্দ ও ভলেনটিয়ারগণদের সাথে শান্তিপূর্ণ উপায়ে ইফতার করেন। ইফতারের পূর্বে মসজিদের ইমামগণ রহমত, বরকত, মাগফিরাত, নাজাত এর উপর আলোচনা করে দেশে বিদেশের সকল জিন্দা, মুর্দা ও অসুস্থদের জন্য বিশেষ দোওয়া পরিচালনা করেন। উপস্থিত গ্রামবাসী ও রোজাদারগণ সবাই বিপুল মানুষের উপস্থিতি, ভাল ইফতারি ও আতিথেয়তার প্রশংসা করেন।
ইফতার মাহফিল পরিচালনা কমিটির উপদেষ্টা হিসাবে ছিলেন আব্দুল মজিদ চৌধুরী (শিহাব মিয়া), রুহেল চৌধুরী, মাহফুজ চৌধুরী, ওদুদ চৌধুরী, সাজ্জাদুর রহমান, ছালেহ আহমদ চৌধুরী, জগত চৌধুরী, আরব আলী, হোসেন চৌধুরী সহ গ্রামের মুরব্বিরা। পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন মাহিন চৌধুরী, মামুন চৌধুরী, রুবেল চৌধুরী, শ্যামল চৌধুরী, মনফর উল্লাহ ও স্বেচ্ছাসেবক হিসাবে ছিলেন গ্রামের যুবসমাজ।
প্রবাস থেকে দরগাপাশা পঞ্চায়েত কাউন্সিলের সভাপতি, ফজলুল করিম চৌধুরী (রুকন) এবং সাধারণ সম্পাদক, এমরান হোসেন চৌধুরী (ছদরু) ও কোষাধ্যক্ষ, সাবের বক্ত চৌধুরী, এই ইফতার মাহফিলকে সাফল্যমন্ডিত করার জন্য দরগাপাশার সকল গ্রামবাসীগণ, প্রবাসীগণ, দাতাগোষ্ঠী, পরিচালনা কমিটির উপদেষ্টারগণ, দায়িত্বশীলগণ, স্বেচ্ছাসেবকগণ, যুবসমাজসহ সংশ্লিষ্ট সকলকেই বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। – বিজ্ঞপ্তি