নিউইয়র্ক: বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রের ইফতার মাহফিল ও পরিচিতি সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৩, ১:৪৫:৩৩ অপরাহ্ন
অনুপম প্রবাস ডেস্ক: বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রের ইফতার মাহফিল ও পরিচিতি সভা গত ৪ এপ্রিল রোববার নিউইয়র্কে ব্রুকলীনের কোম্পানীগঞ্জ ভবনে অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাষ্ট্র বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের সভাপতি নাঈম টুটুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহম্মেদ সালেহ রুমেল ও হারুন অর রশিদ আল হারুন সিআইপির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবী নাজনীন। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূইয়া, যুক্তরাষ্ট্র যুব দলের সভাপতি জাকির এইচ চৌধুরী, যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রহমান সায়েম।
আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য সচিব জাহাঙ্গির সোহরাওয়ার্দি, কবির রাজ্জাক, আহসান উল্লাহ বাচ্চু, সালেহ আহমেদ মানিক, মাঈন উদ্দিন মাহবুব, মানিক চেয়ারম্যান, মোজাম্মেল হোসেন সোহাগ, মোরসালিন হোসেন প্রমুখ।
সভায় বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র’র ১০১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। এ কমিটির সভাপতি নাঈম টুটুল, সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গির সোহরাওয়ার্দি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আহম্মেদ সালেহ রুমেল।
প্রধান অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবী নাজনীন কেন্দ্রীয় বিএনপি’র নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি, জেল-জুলুম নির্যাতন বন্ধ এবং কেয়ারটেকার সরকার পুনর্বহালের দাবি জানান। তিনি বলেন, জেল-জুলুম, মামলা-হামলা নির্যাতন করে কোনো স্বৈরাচারই টিকতে পারেনি। আওয়ামী লীগও পারবে না।
বক্তারা বলেন, নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ হিসেবে কাজে লাগিয়ে আওয়ামী লীগ আগামী নির্বাচনে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে চাচ্ছে। দেশের জনগণ তা হতে দেবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ রাজপথ ছাড়বে না। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত কেন্দ্র ঘোষিত সব কর্মসূচি এ যুক্তরাষ্ট্রে অব্যাহত থাকবে। প্রবাস থেকেও দেয়া হবে কঠোর কর্মসূচি। দেশ ও গণতন্ত্রের স্বার্থেই ফ্যাসিবাদী সরকারের পতন জরুরি।