বাহরাইনে আল হেরা শিল্পী গোষ্ঠীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৩, ৭:০৯:১৭ অপরাহ্ন
আশফাক আহমেদ, বাহরাইন প্রতিনিধি : বাহরাইনে আল হেরা শিল্পী গোষ্ঠীর উদ্যোগে ও তালিমুল কোরআনের সার্বিক সহযোগিতায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দেশটির রাজধানী মানামা দার আল ঈমান হল রুমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও মোহাম্মদ তোফায়েল রেজার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাহরাইন মিনিস্ট্রি অফ ওয়ার্কে কর্মরত ও আল হেরা শিল্পী গোষ্ঠীর প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার বদরুল আলম। বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ জাসিম উদ্দিন, কামাল আহমেদ, ইঞ্জিনিয়ার সালাউদ্দিন, সিরাজুল ইসলাম, সাহিদুল ইসলাম টিপু, আব্দুর রাজ্জাক, দেলোয়ার হোসেন,মুহাম্মদ রুবেল, মিজানুর রহমান, মুহাম্মদ আইয়ুব, আমির হামজা, আলতাফ হোসেন, শফিকুল ইসলাম, সুহেল আহমেদ, সাহাব উদ্দিন, আব্দুল্লাহ সহ বাহরাইন অবস্থানরত সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
পরিশেষে আব্দুল হাইয়ের পরিচালনায় দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করা হয়।