প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখার নতুন কমিটি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৩, ৬:৫২:১০ অপরাহ্ন
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখার একটি আংশিক কার্যকরী কমিটি গত ৩০ মার্চ বৃহস্পতিবার গঠিত হয়েছে। এতে সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ মোট ৩১ জন কর্মকর্তার নাম ঘোষণা করা হয়েছে।
গত ২৫ জানুয়ারি যুক্তরাজ্য শাখার আগের কমিটি মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছিল। তাই কেন্দ্রীয় কমিটি কর্তৃক পুরাতন কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
নবঘোষিত এই কমিটিতে প্রাক্তন সভাপতি জামান আহমেদ সিদ্দিকীকে পূনরায় সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়েছে। সেই সাথে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোখলেছুর রহমান শামীম। তিনি আগের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাভেদ খান। এবং দপ্তর সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন সৈয়দ মিজান আহমেদ। অতি শীঘ্রই ৭১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।
কেন্দ্রীয় কমিটি কর্তৃক দায়িত্বপ্রাপ্ত ৭ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় উপকমিটি দীর্ঘ দুই মাস অনেক যাচাই-বাছাই করার পর নতুন কমিটির সদস্যদের নাম কেন্দ্রীয় কমিটির কাছে দাখিল করেন।
তাদের সেই সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার কবির হোসেন এবং সাধারণ সম্পাদক এস এম শাফায়াত হোসেন নতুন কমিটি ঘোষণা করেন।-বিজ্ঞপ্তি




