ছাতক: খুনের অভিযোগে যুবলীগ নেতাসহ ৩ জন গ্রেপ্তার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০২৩, ৯:৫৭:৩৮ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় লায়েক মিয়া (৪৫) এক ব্যক্তিকে খুনের ঘটনায় যুবলীগ নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ মার্চ) রাতে উপজেলার সুরমা নদীর গনেশপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ছাতক থানার ওসি খান মো. মাঈনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত লায়েক মিয়া ছাতক পৌর এলাকার মণ্ডলীভোগ গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে। অভিযুক্ত আবদুল কুদ্দুছ শিপলু একই এলাকার তাজউদ্দিনের ছেলে। সে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক।
জানা যায়, পৌর এলাকার মণ্ডলীভোগ গ্রামের একটি মসজিদের কমিটি নিয়ে লায়েক মিয়া ও শিপলুর মধ্যে বিরোধ ছিল। এরই জেরে মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে খেয়াঘাট এলাকায় চায়ের দোকানে লায়েক মিয়াকে অতর্কিত ছুরিকাঘাত করে যুবলীগ নেতা শিপলু ও তার সহযোগীরা। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় লায়েককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ওইদিন রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছাতক থানার ওসি খান মো. মাঈনুল জাকির বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্তদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।