মালয়েশিয়ায় এমবিএফএ-র ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৩, ৮:২২:১০ অপরাহ্ন
আহমাদুল কবির, মালয়েশিয়া: মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ সন্ধ্যায় রাজধানি কুয়ালালামপুরের স্টারকাবাব রেষ্টুরেন্টে এমবিএফ এর উদ্যোগে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভার সভাপতিত্ব করেন এমবিএফ এর সভাপতি নিসার কাদের।
ফেরাম অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য ও চলচ্চিত্র পরিচালক জাফর ফিরোজের অনুষ্ঠান পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, এমবিএফএ’র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. সাদেকুর রহমানসহ প্রমূখ।
সভায় বক্তারা, মহান স্বাধীনতা দিবসে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন (এমবিএফএ) একটি অরাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। সংগঠনটি মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সংযুক্ত করে একটি প্ল্যাটফর্ম তৈরি করা। যা ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যের সংরক্ষণ ছাড়াও প্রবাসে বাংলাদেশকে ব্র্যান্ডিং, পারস্পরিক বন্ধন ও বৈচিত্র্য প্রচারের ক্ষেত্রেও কাজ করছে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন।
উল্লেখ্য, আগামি ১৩ মে ফোরামের উদ্যোগে বৈশাখী উৎবের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে প্রচার প্রচারনা চলছে। উৎসবকে সফল করতে অ্যাসোসিয়েশনের সকল নেতৃবৃন্দকে আহবান জানান, সংগঠনের সভাপতি নিসার কাদের।