বেরিয়েছে ‘আনোয়ার শাহজাহান: জীবন ও সাহিত্য’ স্মারকগ্রন্থ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২৩, ১০:০৪:১৪ অপরাহ্ন
লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহানের প্রকাশিত গ্রন্থসমূহ, সাহিত্য ও কর্মজীবন নিয়ে ড. রেণু লুৎফার সম্পাদনায় বেরিয়েছে স্মারকগ্রন্থ “আনোয়ার শাহজাহান: জীবন ও সাহিত্য”। স্মারকগ্রন্থে বাংলাদেশ, ভারত ও প্রবাসের ৭৫ জন সুনামখ্যাত লেখক ও সাংবাদিকের রয়েছে মূল্যায়ন।
তাঁদের মধ্যে রয়েছেন, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক প্রফেসর ড. মাহমুদ শাহ কোরেশী, সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ বীর-উত্তম, বাংলাদেশ রাইফেলস-এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর-উত্তম, শিক্ষাবিদ ইমেরিটাস প্রফেসর মো. আব্দুল আজিজ, বাংলা পিডিয়ার প্রধান সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর সিরাজুল ইসলাম, ফেন্সুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কবি কালাম আজাদ, বাংলাদেশ রাইফেলস-এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আজিজুর রহমান বীর-উত্তম, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক আখতার হুসেন, মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর, সিলেট মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ, প্রাবন্ধিক অধ্যাপক ড. মো. নজরুল হক চৌধুরী, এমসি কলেজের সাবেক উপাধ্যক্ষ, গবেষক অধ্যাপক নন্দলাল শর্মা, শিক্ষাবিদ-কলামিস্ট ড. মমতাজ বেগম বড়ভূইয়া, শিক্ষাবিদ ড. শ্রাবন্তী চক্রবর্তী, মহাকাশ বিজ্ঞানী ড. শ্রীময়ী মুখার্জি, কবি-প্রাবন্ধিক হামিদ মোহাম্মদ, সাংবাদিক-গবেষক আবদুল হামিদ মানিক, লেখক-সাংবাদিক আফতাব চৌধুরী, সাংবাদিক মুহাম্মদ ফয়জুর রাহমান, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ, কলামিস্ট লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, সাংবাদিক-কলামিস্ট ফরীদ আহমদ রেজা, প্রফেসর ওহিদুর রব, কলামিস্ট সালেহ আহমদ খান এমবিই, সাংবাদিক-কলামিস্ট নিজাম উদ্দিন সালেহ, কলামিস্ট ড. রেণু লুৎফা, ইসলামিক চিন্তাবীদ মাওলানা শফিকুর রহমান আল-মাদানী, কলামিস্ট ইমরান আহমেদ চৌধুরী বিইএম, লেখক অ্যাডভোকেট শেখ আখতার উল ইসলাম, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুস সাত্তার, কলামিস্ট ড. আব্দুল আজিজ তকি, গবেষক ফারুক আহমদ, প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণের সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন, প্রাবন্ধিক এডভোকেট বেলাল আহমদ চৌধুরী, কবি আতাউর রহমান মিলাদ, গল্পকার সেলিম আউয়াল, সাংবাদিক-কবি আহমদ ময়েজ, সাংবাদিক-প্রাবন্ধিক সাঈদ চৌধুরী, অনুবাদক-প্রাবন্ধিক মাহবুবুল হক, কবি-প্রাবন্ধিক হাসনাইন সাজ্জাদী, সাংবাদিক আবদুস সবুর মাখন, কলামিস্ট মিলন উদ্দিন লস্কর, কলামিস্ট আবদাল মাহবুব কোরেশী, কবি আবু মকসুদ, লেখক হাসনাত মুহ. আনোয়ার, রাজনীতিবিদ শামীম আহমদ, সাংবাদিক মুহাম্মদ শাহেদ রাহমান, সাংবাদিক মিছবা জামাল, শিক্ষক কাজল কান্তি দাস, প্যারিস টাইমস সম্পাদক সালাহ উদ্দিন খোকন, ছড়াকার এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, গীতিকার রুহুল আমিন রুহেল, কবি সুমা জায়গীরদার, সাংবাদিক আব্দুল মুনিম জাহেদি ক্যারল, প্রাবন্ধিক আহমদ হোসেন হেলাল, লেখক-সাংবাদিক জুয়েল সাদাত, প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সল, ছড়াকার- সাংবাদিক লুৎফর রহমান, কবি শামীম আহমদ, সাংবাদিক মাহমুদুর রহমান শানুর, সাংবাদিক মুহিব উদ্দিন চৌধুরী, ছড়াকার-চিত্রশিল্পী বাইস কাদির, সাংবাদিক ফয়ছল আলম, প্রাবন্ধিক চৌধুরী শাহেদ আকবর, কবি শামছুন্নাহার ফৌজিয়া, সাংবাদিক নাজমুল ইসলাম মকবুল, কবি নূরজাহান শিল্পী, সংগঠক আব্দূল বাছির, সাংবাদিক আশফাকুজ্জামান লিপন, সাংবাদিক সৈয়দ নাদির আহমদ, লেখক ইফতেখার রশিদ বাবু, শিক্ষক রওশন জাহান, সংগঠক জেনিফার সারোয়ার লাক্সমী, সাংবাদিক জাহেদ জারিফ প্রমুখ।
বইটির মুখবন্ধ লিখেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক প্রফেসর ড. মাহমুদ শাহ কোরেশী।
‘আনোয়ার শাহজাহান : সাহিত্য ও কর্মজীবন’ সম্পাদনা করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ, কলামিস্ট ও সমাজবিজ্ঞানী ড. রেণু লুৎফা। বইটি প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থপ্রকাশ, ঢাকা।-বিজ্ঞপ্তি