ছাতক: ১০ গ্রামে আল-কারিম ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২৩, ২:৪৬:৫৬ অপরাহ্ন
সংবাদদাতা: প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রামাদ্বান উপলক্ষে সুনামগঞ্জের ছাতক উপজেলার ১০ গ্রামের আড়াই শতাধিক অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ‘আল্-কারিম ফাউন্ডেশন ইউকে’।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে ছাতকের ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের বাগইন উত্তর-পার মাদ্রাসা বাড়িতে আনুষ্ঠানিকভাবে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে, ৫ কেজি পেঁয়াজ, ৬ কেজি চাল, ৫ কেজি আলু, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি রসুন, ১ কেজি খাজুর, ১ কেজি ময়দা, ১ কেজি লবন, ২০০ গ্রাম মরিচ, ২০০ গ্রাম হলুদ ও ২০০ গ্রাম ধনিয়া।
খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে বাগইন মাদ্রাসা বাড়িতে এক দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা বাড়ির বিশিষ্ট সমাজসেবক আবাব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত দেয়া মাহফিলে ‘আল্-কারিম ফাউন্ডেশন ইউকে’র ট্রাস্টীসহ দেশ ও বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত পরিচালনা করেন বাগইন মাদ্রাসা বাড়ি জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আলী আব্দাল।
দোয়া মাহফিলে বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বিশিষ্ট শিক্ষানুরাগী রফিক মিয়া, জাহির মিয়া, দবির মিয়া, সুজন মিয়া, সাজন মিয়া, শাকিল মিয়া, খালেদ মিয়া, আজিজ মিয়া, রেজাউল করিম, সেবুল মিয়া, মছুম আহমদ, সালমান আহমদ, কামরান আহমদ, তুহিন আহদ, এনামুল হকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে ছৈলা, বাগইন, খলা, গোবিন্দনগর, বিনন্দপুর, শরিষপুর, বারিগাঁও, কল্যাণপুরসহ প্রায় ১০টি গ্রামের আড়াই শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।