গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে: নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৩, ১২:৩৪:৫০ অপরাহ্ন
গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা ২০ মার্চ সোমবার পুর্ব লন্ডনের একটি অভিজাত রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউকে’র সহসভাপতি মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউকের সাধারণ সম্পাদক আব্দুল বাছির।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ট্রাষ্টিশীপ সেক্রেটারি নুনু মোহাম্মদ শেখ।
সভাপতির স্বাগত বক্তব্যর মাধ্যমে শুরু হওয়া সভায় আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ এবং ট্রেজারার জনাব জয়নাল আবেদীন জয়নুল বিগত কার্যক্রমের বিস্তারিত হিসাব প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি আলহাজ্ব মোহাম্মদ শামসুদ্দিন সুবল, নজরুল ইসলাম,সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহআলম কাসেম, সহকোষাধ্যক্ষ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, ট্রাষ্টিশীপ সম্পাদক নুনু মোহাম্মদ শেখ, কার্যনির্বাহী কমিটির সদস্য আলতাফ হোসেন বাইছ।
দীর্ঘ আলোচনার মাধ্যমে গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত এবং সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় এই বৎসর রামাদান মাসে ট্রাষ্টের পক্ষ থেকে ইফতার মাহফিল না করে সকল ট্রাষ্টিদের আনন্দময় অংশগ্রহণে পবিত্র রামাদানের পরে (২ মে মঙ্গলবার ২০২৩) ঈদপুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।
আলোচনায় প্রাধান্য দেয়া হয় ট্রাষ্টিদের বিভিন্ন সময়ের মতামত। এ প্রসঙ্গে বলা হয়- ‘প্রায় প্রতিটি ইফতার মাহফিলের সময় ট্রাষ্টিবৃন্দ মতামত দিয়ে থাকেন। যদি রামাদানের পরে কোনো আয়োজন হয় তাহলে ভালো হয় কারণ সারাদিনের রোযার পরে আমরা সকলেই চাই তারাবিহ নামাজসহ সবকিছু সুশৃংখল এবং সুন্দরমতো করতে। তাই সেই মতামতের প্রতি সম্মান রেখে আমরা ঈদের পরে আপনাদের সকলকে নিয়ে মনোমুগ্ধকর একটি আনন্দময় সময় কাটাবো। আমাদের বিশ্বাস আপনারা আমাদের উদ্যোগের প্রতি সমর্থন রাখবেন কারণ আমরা সম্মানিত ট্রাষ্টিবৃন্দ আপনাদের মতামতকে গুরুত্ব দিতেই সিদ্ধান্ত নিয়েছি।’
সভার শেষে বিশ্ব মানবতার কল্যাণে এবং পবিত্র রমজানুল মোবারককে স্বাগত জানিয়ে সকল সম্মানিত ট্রাষ্টির সুস্বাস্থ্য ও নেক হায়াতের জন্য প্রার্থনা করা হয়।-বিজ্ঞপ্তি



