মালয়েশিয়ায় কাল থেকে রোজা শুরু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২৩, ৯:০৮:০৯ অপরাহ্ন
আহমাদুল কবির, মালয়েশিয়া: ইসলামিক বিধান অনুযায়ী, রমজানের চাঁদ দেখা যাওয়ায় বুধবার দিবাগত রাতে সেহেরি খেয়ে আগামীকাল বৃহস্পতিবার রোজা রাখবেন মালয়েশিয়ার ধর্মপ্রাণ মুসলমানরা। অর্থাৎ ২৩ শে মার্চ রোজ বৃহস্পতিবার মালয়েশিয়ায় প্রথম রোজা শুরু হবে। শাসকদের সীল তান শ্রী সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ ঘোষণা করেছেন।
সৈয়দ দানিয়াল বলেন, শাসকদের সম্মতির পর ইয়াং ডি-পার্টুয়ান আগং, আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহের আদেশে মালয়েশিয়ার রাজ্যগুলির জন্য রোজার শুরুর তারিখ নির্ধারণ করা হয়। ঘোষণাটি ২২ মার্চ বুধবার রাতে রেডিও টেলিভিশনে সম্প্রচার করা হয়।
এদিকে কাল থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যেও মাহে রমজান শুরু হচ্ছে। সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। সে হিসেবে বাংলাদেশে আগামী শুক্রবার থেকে মাহে রমজান শুরু হতে পারে।