শফিকুর রহমান শাহজাহান-র এক গুচ্ছ ছড়া
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৩, ১:২২:৫৯ অপরাহ্ন
গোর্কি
(৯১ এর গোর্কিতে সর্বস্ব হারানো কোনো এক মাকে)
হাসলে তাহার মুক্তো ঝরে
কাঁদলে ঝরে পান্না,
কিন্তু এখন কান্না হাসি
কিছুই তিনি চান না।
কেন কেন চান না কেন
যায় সবে যায় চমকে,
প্রশ্ন শুনে থামেন তিনি
একটু দাঁড়ান থমকে।
দু’চোখে তার ধু ধু মরু
আড়ালে তার বন্যা,
গোর্কি-যে তার কেড়ে নিল
পুত্র স্বামী কন্যা।
সিলেট/মে ১৯৯১
চুরুলিয়ার সেই ছেলেটি
চুরুলিয়ার সেই ছেলেটি
ধরলো যখন গান,
ঘুম পালালো বাঙালিদের
জাগল সবার প্রাণ।
চুরুলিয়ার সেই ছেলেটির
অগ্নিঝরা বাণী,
দেশের কাজে তরুণদেরে
আনলো জোরে টানি।
চুরুলিয়ার সেই ছেলেটির
বিষের বাশিঁর সুর,
এক নিমিষে বাঙালিদের
করলো জ্বরা দূর।
চুরুলিয়ার সেই ছেলেটির
শেকল ছেড়ার রেশ,
অবশেষে পেলাম মোরা
স্বাধীন বাংলাদেশ।
সিলেট /সেপ্টেম্বর ১৯৮৮
তেল
ঘিয়ে ভাতে কুত্তা বেজার
গরম ভাতে বিলাই,
উচিত কথায় কর্তা বেজার
মুখটা রাখি সিলাই।
এই সমাজের কর্তারা সব
ভালবাসেন তেল,
তেল তেলে মুখ না হয় যদি
সব বিষয়ে ফেল।
বার্মিংহাম/২৩ সেপ্টেম্বর ২০২২
ইনি কে হন
ইনি কে হন? তিনার লোক
তিনি কে হন ইনার?
ফটকা বাজির এই সময়ে
উপায় তো নেই চিনার।
কে কার সু-হৃদ কে কার বিরোধ
বুঝা বড়ই ভার,
এটাই এখন হাল জামানার
আসল সমাচার।
বার্মিংহাম/২৬ ফেব্রুয়ারি ২০১৬
গাভী যাবে ভিজিটে
হাসন মিয়ার তিনটা গাভী,
সেদিন তারা করলো দাবী,
অস্ট্রেলিয়া যাবে তারা ভিজিটে।
অস্ট্রেলিয়ার গাভীগুলো,
কেমন করে মাড়ায় ধুলো,
কেমন করে বাড়ায় ওজন ডিজিটে।
কেমন তাদের খাবার আহার,
কেমন তাদের রূপের বাহার,
কেমন করে থাকে তারা আয়েসে।
কেমন তাদের দুধের নহর,
কেমন খাঁটি দুধের শহর,
কেমন করে মিটায় তারা খায়েস-এ।
ভিজিট করে দেশে গিয়ে,
একটু খানি সময় নিয়ে,
দিচ্ছে কথা লিটার মেপে দুধ দেবে।
মনিব মশাই একটু শুনুন,
ভিসা এবং টিকেট গুনুন,
গাভীগুলো খরচটা ঠিক শোধ দেবে।
বার্মিংহাম/২৫ নভেম্বর ২০২০
দু’চোখ ভেজায় দিল দিয়ে
দেশে দেশে মানুষ দেখি
দেখি তাদের ভীত মুখ,
বিত্ত যে আজ দিচ্ছেনা হায়
একটু খানি চিত্ত সুখ।
মনের ভিতর মরণভীতি
সর্দি জ্বরে ভীষণ ভয়,
মাথায় ব্যাথা বুকের ব্যাথা
ভীতির কারণ সুনিশ্চয়।
দেশে দেশে মানুষ যে আজ
ঘর-দোরেতে দেয় তালা,
আজব নিয়ম ঘরেই থাকো
এটাই নতুন ‘মাসআলা’।
বাইরে আছে মাইক্রোস্কোপিক
ভাইরাসের নাম করোনা,
একটু ছোঁয়ায় জীবন বাজি
জিদ করে কেউ মরো না।
রাস্তা-ঘাট আজ খাঁ খাঁ করে
মানুষ ঘরে খিল দিয়ে,
খোদার কাছে রহম মাগে
দু’চোখ ভেজায় দিল দিয়ে।