মাত্র আধা ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আঘাত সম্ভব, প্রতিরোধের নিশ্চয়তা নেই
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৩, ৯:২২:১৯ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: আধা ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রে হামলা চালানো সম্ভব, উত্তর কোরিয়ার হাতে বর্তমানে যে অস্ত্র আছে তা দিয়ে । তবে শত্রু রাষ্ট্রের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে যথেষ্ট প্রতিরোধমূলক ব্যবস্থাও রয়েছে মার্কিনিদের হাতে যদিও পদার্থবিদ্যার অধ্যাপক ফ্রেডেরিক কে ল্যাম্ব বলেন- নিশ্চিত না প্রতিরোধ সম্ভব কিনা। চীনের একটি সমীক্ষায় এ তথ্য বেরিয়ে এসেছে।
যুক্তরাষ্ট্র থেকে উত্তর কোরিয়ার দূরত্ব একেবারে কম নয়। দুই দেশের মধ্যে রয়েছে আবার প্রশান্ত মহাসাগর। তবে সবকিছু উত্তর কোরিয়ার পক্ষে থাকলে এক ঘণ্টার অর্ধেক সময়ের মধ্যেই ক্ষেপণাস্ত্রের তাণ্ডব চালাতে পারে আমেরিকার ভূখণ্ডে।
চীনের নিউক্লিয়ার নেটওয়ার্ক বিশ্লেষক তিয়ানরান জু উত্তর কোরিয়ার কোরিয়া পরমাণু অস্ত্র বহনে সক্ষম মিসাইলের ব্যাপারে এই তথ্য জানিয়েছেন। তার মতে, কোনো কারণে আমেরিকার ডিফেন্স সিস্টেম ব্যর্থ হলে উত্তর কোরিয়ার মিসাইল আমেরিকার পূর্ব থেকে পশ্চিম পুরো অঞ্চলেই আঘাত হানতে সক্ষম। পরমাণু অস্ত্র বহনে সক্ষম উত্তর কোরিয়ার ওয়াসং-১৫ মিসাইলের ওপর ভিত্তি করে এ সমীক্ষা চালানো হয়।
জানা গেছে, পরমাণু অস্ত্র বহনে সক্ষম পিয়ংইয়ংয়ের ওয়াসং-১৫ মিসাইলের পাল্লা প্রায় ১৩ হাজার কিলোমিটার। ফলে এটি খুব সহজেই পুরো যুক্তরাষ্ট্রে হামলা চালাতে সক্ষম। বেজিং ইনস্টিটিউট অব ইলেকট্রনিকস সিস্টেম ইঞ্জিনিয়ারিং এই মিসাইলের স্টিমুলেটেড পরীক্ষা চালিয়ে এই রিপোর্ট তৈরি করেছে।
মিসাইলের সফলতার ব্যাপারে গবেষণা করে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের নেওয়া প্রতিরোধমূলক ব্যবস্থার কারণে উত্তর কোরিয়া থেকে এই মিসাইল ছোড়ার ২০ সেকেন্ডের মধ্যে এ বিষয়ে সতর্কবার্তা চলে যাবে আমেরিকার মিসাইলস হেডকোয়ার্টারে। সেই সতর্কবার্তার পরের ধাপ অনুযায়ী মিসাইল হামলা ব্যর্থ করতে আলাস্কার ফোর্ট গ্রিলি থেকে ১১ মিনিটের মধ্যে প্রতিরোধ ব্যবস্থা কাজ শুরু করবে। সেটা যদি ব্যর্থ হয়, তাহলে ক্যালিফোর্নিয়ার ভানডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে প্রতিরোধ হবে। যুক্তরাষ্ট্রের প্রত্যাশা এর মধ্যেই আটকে ফেলা যাবে শত্রুর ক্ষেপণাস্ত্র।
তবে চীনের গবেষণা বলছে, আমেরিকার মিসাইল প্রতিরোধী ব্যবস্থা তেমন একটা কার্যকর নয়। আমেরিকার গ্রাউন্ড বেস মিডকোর্স ডিফেন্স (জিএমডি) সাফল্যের হার ৫৫ শতাংশ। ফলে এ প্রতিরোধ ব্যবস্থা যদি ব্যর্থ হয়, তাহলে ৩৩ মিনিটেই হামলা চালিয়ে ফেলতে পারবে কিম জন উনের দেশের মিসাইল।
এ বিষয়ে ইলিনয় বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক ফ্রেডেরিক কে ল্যাম্ব বলেন, উত্তর কোরিয়া যদি যুক্তরাষ্ট্রে পারমাণবিক অস্ত্রধারী আইসিবিএম ছুঁড়তে থাকে, তাহলে আমাদের প্রতিরোধ ব্যবস্থা ঠিক মতো এর প্রতিরোধ করতে পারবে, এ ব্যাপারে আমরা নিশ্চিত নই।