সিলেটে শুরু হচ্ছে কাল আন্তর্জাতিক ক্রিকেট তিন বছর পর
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৩, ৮:২০:০৮ অপরাহ্ন
সিলেট অফিস: তিন বছরের বিরতি শেষ হচ্ছে ওয়ানডে দিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। কাল থেকেই শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। সিলেটের ক্রিকেট ভক্তদের মাঝে বিপুল উৎসাহ দেখা যাচ্ছে।
এখানের ক্রিকেট ভক্তরা বলছেন, সিলেটের দর্শকদের মধ্যে ক্রিকেটে আগ্রহের প্রমাণ বিপিএল-এ দেখা গেছে। অন্যান্য স্টেডিয়ামে যখন দর্শক খরা চলছিল তখন সিলেট স্টেডিয়াম ছিল দর্শকে পূর্ণ। কেন এই স্টেডিয়ামকে এত অবহেলা করা হয় সেই প্রশ্ন অনেকের। এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের সাথে সাথে আরো ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের দাবি করেছেন সিলেটের ক্রিকেট ভক্তরা।
দৃষ্টিনন্দন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের চারপাশে সবুজের সমারোহ। বেশিরভাগ জুড়ে আছে চা বাগান। দুই পাতা আর এক কুঁড়ির এ অঞ্চলে এটাই চিরচেনা দৃশ্য।
আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে আইরিশদের বিপক্ষে বাংলাদেশের সিরিজ। এরই মধ্যে সিরিজ সামনে রেখে সিলেট পৌঁছেছে দুই দল কোচিং স্টাফ ও ম্যাচ কর্মকর্তারা।
র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও আয়ারল্যান্ডকে সহজভাবে নিচ্ছেন না লাল-সবুজের দল। তবে সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে খেলা টি-টোয়েন্টি সিরিজের সুখস্মৃতি আত্মবিশ্বাস জোগাচ্ছে স্বাগতিকদের তা বলা যায়।