বাহরাইনে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৩, ৬:৩১:৩০ অপরাহ্ন
আশফাক আহমেদ,বাহরাইন প্রতিনিধি : বাহরাইনে বাংলাদেশ স্কুল থেকে এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে কৃতি সংবর্ধনা দিয়েছে কিশোর মেলা বাহরাইন।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দেশটির রাজধানী মানামা দার আল ঈমান হল রুমে স্থানীয় সময় সন্ধ্যা ৮ টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে সংগঠনের প্রধান পরিচালক ইঞ্জিনিয়ার মঞ্জুর আহমেদের সভাপতিত্বে ও সফিকুল ইসলাম ও জসিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন তোফায়েল রেজা।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কুল বাহরাইনের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মুইজ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জসিম উদ্দিন, মিজানুর রহমান। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার সালাহ উদ্দিন।
মুইজ চৌধুরী ছাত্রদের কে আরও ভালো পড়াশোনার জন্য মোটিভেশনাল পরার্মশ ও এখন তেকে ভবিষ্যতের লক্ষ্য ঠিক করার এবং ইসলামী জ্ঞান অর্জন করার জন্য বিশেষভাবে তাগিদ দেন।
এছাড়া অনুষ্ঠানে শাখা পরিচালকদের মধ্যে মো. নুরুল ইসলাম, সালেহ আহমেদ মামুন, আসিকুর রহমান, নোমান সিদ্দিকী, আশফাক আহমেদ, সুজন আহমেদ, কাজী রুমান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এবারের এসএসসিতে ২ জন এ+ ও ১৯ জন সাধারণ গ্রেডে এবং এইচএসসিতে ১ জন এ+ ও ৭ জন সাধারন গ্রেডে মোট ২৯ জন ছাত্রদেরকে কৃতি সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।