লন্ডনে বীর মুক্তিযোদ্ধা হুসিয়ার আলী স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৩, ১২:০৮:৪৮ অপরাহ্ন
লালাবাজার ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা, মরহুম হুসিয়ার আলী স্মরণে গত ১৪ মার্চ বিকেলে পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে প্রবাসী লালাবাজার এলাকাবাসীর উদ্দ্যোগে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন মরহুম হুসিয়ার ছিলেন একজন সৎ ও আদর্শবান সমাজসেবী। একজন সৎ সাহসী ও বিচক্ষণ ব্যক্তি ছিলেন বলেই নিজের জীবন বাজি রেখে নিজের ভাইকে সাথে নিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করে দেশকে স্বাধীন করেন। তার সততা ও আদর্শকে অনুসরণ করে সমাজসেবায় সবাইকে এগিয়ে আসতে গুরুত্বারোপ করেন বক্তারা।
শোক সভায় সভাপতিত্ব করেন আব্দুন নূর খলকু, পরিচালনায় ছিলেন মাকসুদ রহমান, সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল হাফিজ ফজলু, সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজ উদ্দিন, খালেছ উদ্দিন আহমেদ, আলী আহসান খান দিপু, ফখর উদ্দিন ফারুক, আব্দুল মুক্তার সাইস্তা, আব্দুর রব, সাইস্তা মিয়া, আব্দুল বারী, তহুর আলী, এম এনামুল হক, এম এ আলী, ছুরত আলী, রফিক উদ্দিন।
সভায় আরো বক্তব্য রাখেন ফয়সল আলী, মিয়া মোহাম্মদ ছন্দন, সাদেক আলী, মিফতাহুল বারী, ইলিয়াছ আলী, ইকবাল আহমদ, দৌলত হোসেন, আজিজুর রহমান, শহীদুল ইসলাম, বদরুল হক শাহীন, ওবায়দুর রহমান জুহেদ, মাছুম মিয়া, মুহিবুর রহমান, আশরাফুল হক রুমান, সাহেদ আহমদ, নানু মিয়া, ফারুক আহমদ, মাহমুদুল হাসান রাসেল , আব্দুল কাদির লাভলু, নজমুল করীম রাহী, আজাদ মিয়া, সানুর খান, তাজুল ইসলাম, শেরওয়ান আহমদ, আজাদ খান, মরহুমের সুযোগ্য সন্তান জাবেদ আহমদ নিপু, রিপন প্রমূখ।
পরিশেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মনসুর আহমদ।