ফেঞ্চুগঞ্জে তিন ইউপিতে নৌকার প্রার্থী যারা বিজয়ী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৩, ৯:১২:৫৮ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি: ফেঞ্চুগঞ্জের ১ নং, ২ নং ও ৩ নং ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হওয়ার খবর পাওয়া গেছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী- উপজেলার ১নং সদর ইউনিয়ন তায়ফুর রহমান শাহিন নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
২নং মাইজগাঁও ইউনিয়নে জুবেদ আহমেদ চৌধুরী শিপু বিজয়ী হয়েছেন নৌকা প্রতীক নিয়ে।
৩নং ঘিলাছড়া ইউনিয়নে সাইফুল ইসলাম মনা নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
তবে বাকি দুই ইউনিয়নে নৌকা পরাজিত হয়েছে। এ দুটির মধ্যে ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা আহমেদ জিলু। তিনি লড়াই করেছেন আনারস প্রতীক নিয়ে।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫ ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়ে শান্তিপূর্ণভাবে।
শুরু থেকে বেলা একটা পর্যন্ত ভোটের লাইনে ব্যাপক ভোটার উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী পুরুষ সবাই উৎসবমুখর পরিবেশে ইভিএম এর মাধ্যমে ভোট প্রদান করছেন।
৫ ইউনিয়নের ৪৫ সেন্টারের মধ্য থেকে ৩ ইউনিয়নের ১৮টি সেন্টার ঘুরে দেখা গেছে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন।