ফেঞ্চুগঞ্জের ৫ ইউনিয়নের ভোট গ্রহণ সম্পন্ন, গণনা চলছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৩, ৬:২৪:৩৩ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫ ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়ে শান্তিপূর্ণভাবে।
শুরু থেকে বেলা একটা পর্যন্ত ভোটের লাইনে ব্যাপক ভোটার উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী পুরুষ সবাই উৎসবমুখর পরিবেশে ইভিএম এর মাধ্যমে ভোট প্রদান করছেন।
৫ ইউনিয়নের ৪৫ সেন্টারের মধ্য থেকে ৩ ইউনিয়নের ১৮টি সেন্টার ঘুরে দেখা গেছে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন।
কোনো কোনো সেন্টারে ইভিএমে আঙুলের ছাপ না আসায় ভোট গ্রহণে কিছুটা ধীর গতি ছিল। এতে ভোটার ও প্রার্থীদের মাঝে অসন্তোষ দেখা গেছে।
তবে প্রিজাইডিং ও পোলিং অফিসার ও এজেন্টদেরকে আন্তরিকভাবে কাজ করতে দেখা গেছে।
ঘিলাছড়ায় একটি সেন্টারে একজন পুলিশ ক্ষিপ্ত হয়ে একজন মেম্বার প্রার্থীর এজেন্টের মোবাইল ভেঙ্গে ফেলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এখন ভোট গণনা চলছে।