নির্বাচনী প্রচারণায় উৎসবমুখর ফেঞ্চুগঞ্জের ৫ ইউনিয়ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৩, ৭:৩৭:৩৭ অপরাহ্ন
সিলেট অফিস: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে ফেঞ্চুগঞ্জ উপজেলায় প্রচার-প্রচারণা এখন তুঙ্গে।১৬ মার্চ ৫ ইউনিয়নের ৮৬ হাজার ৭৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটারের বাড়ি বাড়ি ছুটছেন প্রার্থীরা। রাত-দিন ঘুম হারাম করে চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। বসে নেই কর্মী সমথর্করাও। সমানতালে ছুটছেন তারাও। ভোটারের গায়ে প্রার্থীদের হাত, দোয়া চাওয়া, উন্নয়নের প্রতিশ্রুতি, চা-নাস্তা-পান খাওয়ানো, সবই চলছে। ভোটাররাও সাড়া দিচ্ছেন। তবে দেশের জনগণ এখন আগের যেকোনো সময়ের চেয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আরো বেশি সচেতন। তাই মুখ খুলছেন না কেউই। তাদের বক্তব্য, মার্কা দেখে নয়, যোগ্য প্রার্থী দেখে ভোট দেবেন তারা।
মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলায় ভোট চেয়ে প্রার্থীদের পক্ষে মাইকিংয়ে প্রচারণা শুরু হয়েছে। কখনো স্লোগানে, কখনো সুরে সুরে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চলে। ব্যস্ততা বেড়েছে ছাপাখানা ও কম্পিউটারের দোকানেও।
এর আগে মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে উপজেলা রিটার্নিং কর্মকর্তা এহসানুল কবির ফেরদৌস প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।
এবারের নির্বাচনে ২ মার্চ প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী ৮৬ হাজার ৭৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এর মধ্যে রয়েছেন পুরুষ ভোটার ৪৩ হাজার ৭১৭ জন এবং মহিলা ভোটার ৪৩ হাজার ৫৩ জন। এই তালিকায় প্রায় ৫ হাজার রয়েছেন নতুন ভোটার।
ফেঞ্চুগঞ্জের মানুষের কাছে এবারের ইউপি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে দলীয়ভাবে নির্বাচন অনুষ্ঠিত হলেও দলীয়ভাবে বিএনপি অংশ নেয়নি। বিএনপি নেতাকর্মীরা স্বতন্ত্র কৌশলে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।
দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচনী প্রচার-প্রচারণা ততই জমে উঠছে। দিনরাত ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন প্রার্থী ও সমর্থকরা। হোটেল-রেস্টুরেন্ট, চায়ের কাপে বইছে ভোটের ঝড়। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে ইউনিয়নগুলোর পুরো এলাকা।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় ৫ জনসহ মোট ২৪ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১নং সদর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তয়ফুর রহমান (নৌকা), স্বতন্ত্র ইকবাল আহমেদ খান (ঘোড়া), আক্তার আলী (আনারস)। ২নং মাইজগাও ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুবেদ আহমেদ চৌধুরী (নৌকা)। স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম বাসিত (মোটরসাইকেল), জুমাদুল করিম চৌধুরীর (চশমা), মুহিত আহমেদ শাহ (আনারস), ইমরান আহমেদ চৌধুরী (ঘোড়া), আহমেদ বেলায়েত আলম (অটোরিকশা)।
৩নং ঘিলাছড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আফতাব আলী (ঘোড়া), রুকনুজ্জামান চৌধুরী (চশমা), আমিনুর রহমান (টেবিল ফ্যান), আশরাফ আলী খান (আনারস), বুরহান উদ্দিন সিন্দু (মোটর সাইকেল), শেখ মো. আখতার হোসেন (অটোরিকশা)।
৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লুদু মিয়া (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ফজলুর রহমান (ঘোড়া), আহমেদ জিলু (আনারস), সিরাজুল ইসলাম সাজুল (মোটরসাইকেল)। ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুনেদ আহমেদ (নৌকা)। স্বতন্ত্র প্রার্থীরা হলেন- আবজাল হোসাইন (ঘোড়া), এমরান উদ্দিন (আনারস), জাতীয় পার্টির সুহেল ইসলাম সুহেল (লাঙ্গল)।
৫ নাম্বার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুনেদ আহমদ, বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমরান উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী আবজাল হোসাইন।
এছাড়া সংরক্ষিত সদস্য পদে ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৪০ জন, মাইজগাঁও ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ২৮ জন, ঘিলাছড়া ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৩৫ জন, উত্তর কুশিয়ারা ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ২৯ জন ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জানা যায়, এবারে ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার এহসানুল কবীর ফেরদৌসকে ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন, মাইজগাঁও ইউনিয়ন ও ঘিলাছড়া ইউনিয়নের রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসারকে উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এহসানুল কবীর ফেরদৌস এ ব্যাপারে জানান, ৪৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে প্রিজাইডিং অফিসার ৪৫ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২৫৩ জন ও পোলিং অফিসার ৫০৬ জন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চায় নির্বাচন কমিশন, এমন আশা প্রকাশ করেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এহসানুল কবীর ফেরদৌস।