ইউপি নির্বাচন: উত্তর ফেঞ্চুগঞ্জে কার বিজয়ের অপেক্ষা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৩, ১২:৪৩:০৪ অপরাহ্ন
হাসান চৌধুরী, ফেঞ্চুগঞ্জ: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তরাংশে ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এ এলাকায় উৎসবের আমেজ। আগামী ১৬ মার্চ ভোটগ্রহণ হবে।
এই ইউনিয়নে চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের মাঠে তিন জনই হেভিওয়েট হিসাবে পরিচিত। ত্রিমুখী লড়াই শেষে কার বিজয় দেখবে মানুষ? এ প্রশ্নের জবাব খুঁজছেন স্থানীয় ভোটাররা।
ওই ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়ক, রেল ও নৌপথ যোগাযোগের এই তিন মাধ্যম থাকার পরও ফেঞ্চুগঞ্জের ওই জনপদ ছিল অবহেলিত। সাবেক সংসদ সদস্য প্রয়াত মাহমুদ-উস সামাদ চৌধুরীর জীবদ্দশায় এই ইউনিয়নের মধ্যদিয়ে আন্তঃউপজেলা সড়ক আধুনিকায়ন করা হয়। এরপর থেকে পাল্টে যেতে থাকে জনপদের সার্বিক চিত্র।
উল্লেখ্য, মল্লিকপুর, কুতুবপুর, নামাগংগাপুর, উজান গংগাপুর, গয়াসি, সুলতানপুর, মালিককোনা, সাইলকান্দি, সুড়িকান্দি, ভেলকোনা নামের গ্রামগুলো ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের অন্তর্ভুক্ত।
আসন্ন ইউপি নির্বাচনে নৌকা, ঘোড়া, আনারস প্রতীকে ৩ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের মাঠে তিন জনই হিসাবের প্রার্থী।
ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুনেদ আহমদ, স্বতন্ত্র হিসেবে ঘোড়া প্রতীকে আবজাল হোসাইন এবং বর্তমান চেয়ারম্যান এমরান উদ্দিন স্বতন্ত্র পরিচয়ে আনারস প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে তৎপর রয়েছেন।
নতুন মুখ হলেও দলীয় প্রভাবে নৌকা প্রতীকের জুনেদ আহমদ জনসমর্থন আদায়ে আন্তরিক প্রয়াস চালিয়ে যাচ্ছেন । উপজেলার আওয়ামী পরিবার ভোটের মাঠে জুনেদের পক্ষে কাজ করায় ইউনিয়নজুড়ে নৌকার পালে হাওয়া ভালই লেগেছে দেখা যাচ্ছে।
ওদিকে পাঁচ বছর ধরে চেয়ারম্যান থাকার প্রভাবে এমরান উদ্দিনের আছে এলাকাভিত্তিক ভোট ব্যাংক।
অপরদিকে বিগত কয়েক বছর ধরে ইউনিয়নবাসীর সুখ-দুঃখে সার্বক্ষণিক সহযোগিতা করে ঈর্ষণীয় জনপ্রিয় হয়ে উঠেছেন ঘোড়া প্রতীকের আবজাল হোসাইন। অর্থ, বিত্ত, শিক্ষা এই তিনের সমন্বয় থাকায় তার মাঝে মানুষ তাকে ভাল নজরে দেখছেন।
তাই আসন্ন নির্বাচনে এই ইউনিয়নে লড়াই হবে ত্রিমুখী বেশ শক্তপোক্তভাবে।
মানিককোনা বাজারের ব্যবসায়ী আলাউদ্দিন জানান, দলমত বুঝি না, আপদে বিপদে আমরা যাকে পাই তাকেই নির্বাচিত করব। বিগত বন্যা ও করোনাকালীন সময়ে আমরা যাকে কাছে পেয়েছি তাকেই আমরা জয়ের মালা পরাবো। গয়াসী গ্রামের মানিক বিশ্বাস জানান, এবারের নির্বাচনে আমরা শিক্ষিত ও সত্যিকারের জনদরদী ব্যক্তিকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করব। মানিককোনা গ্রামের আব্দুর রহমান দরবারী জানান, জনদরদী ও সমাজসেবী হিসেবে সত্যিকারের যোগ্য ব্যক্তির পক্ষে আমরা কাজ করে যাচ্ছি। ঘোড়া মার্কার প্রতি ইংগিত করে তিনি বলেন, আবজাল প্রশ্নে ইউপিবাসী আজ ঐক্যবদ্ধ, বলা যায় চারদিকেই ঘোড়া মার্কার জয়জয়কার।
নৌকা প্রতীকের জুনেদ আহমদ জানান, তিনি নির্বাচিত হলে ইউনিয়নকে আধুনিক একটি ইউনিয়নে রূপান্তরিত করবেন। জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। ঘোড়া প্রতীকের আবজাল হোসাইন জানান, ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নবাসীকে নিয়ে গোটা অঞ্চলের চিত্র পাল্টে দিতে চাই। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্যসহ সার্বিক বিষয়ে কাংখিত উন্নয়নের মাধ্যমে এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট হলে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।