কানাডার নাগরিকত্ব ত্যাগ, সিলেট-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান সরওয়ার হোসেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৩, ৫:০৯:৩৯ অপরাহ্ন
সিলেট অফিস: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার)আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, ওয়ান ইলেভেনে কারানির্যাতিত আওয়ামী লীগ নেতা সরওয়ার হোসেন। তিনি দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক।
শুক্রবার দুপুরে সিলেট নগরীর হোটেল সুপ্রীম এর হলরুমে শহরে বসবাসরত বিয়ানীবাজারের বিশিষ্টজনের সাথে এক মতবিনিময় সভায় তিনি সংসদ নির্বাচন করার ঘোষণা দেন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এলাকায় কাজ করার নির্দেশ দিয়েছেন। এরপর থেকেই দু’উপজেলার মানুষের সুখে, দুঃখে তাদের পাশে রয়েছি। দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ আমাকে নির্বাচন করার জন্য উৎসাহ, অনুপ্রেরণা দিচ্ছেন। আমিও সিদ্ধান্ত নিয়েছি, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবো। এজন্য আমি সম্প্রতি কানাডা’র নাগরিকত্ব ত্যাগ করে এসেছি। আমৃত্যু এলাকার মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।
সরওয়ার হোসেন বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দিবে, এটাই আমি শতভাগ বিশ্বাস করি। দলের অগণিত বঞ্চিত নেতাকর্মী ও সাধারণ মানুষের চাওয়াকে সম্মান জানিয়ে প্রার্থী হবো। এজন্য সকলের পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করি।
তিনি বলেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার মানুষ গুটিকয়েক ব্যক্তির যাতাকলে নিষ্পেষিত হচ্ছেন সাধারণ মানুষ। তাদের রক্তচক্ষু উপেক্ষা করে মানুষ কথা বলতে সাহস পাচ্ছিল না। আমি নিজে দলের একজন কর্মী হিসেবে এলাকায় যখন কাজ করতে শুরু করি, তখন এলাকার মানুষ তাদের জমানো কষ্টের কথা গুলি আমার সাথে শেয়ার করে স্বস্তির নিঃশ্বাস ফেলে, এবং আমাকে আপন করে নেয় তাদের নিজেদের আপনজন হিসেবে। দু’এক নেতার হিংসাত্মক মনোভাব আমাকে ভীষণ কষ্ট দিয়েছে। তারা চায় না, সাধারণ মানুষের উপকারে কেউ এগিয়ে আসুক। তবে, আমি হাল ছাড়িনি। সরকারের নানা সুযোগ সুবিধা অসহায়, দুঃস্থ মানুষকে এনে দিচ্ছি।
আওয়ামী লীগ নেতা সরওয়ার হোসেন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে দু’উপজেলায় অনেক উন্নয়ন হওয়ার কথা ছিল। কিন্তু দায়িত্বশীলদের অবহেলার কারণে আমরা বঞ্চিত হয়েছি। প্রবাসী অধ্যুষিত এ অঞ্চলের রাস্তা-ঘাটের করুণদৃশ্য আমাদেরকে লজ্জিত করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সরওয়ার হোসেন বলেন, আগামীতে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে দু’উপজেলার মানুষ অতীতের মতো আগামীতেও সার্বক্ষনিক আমাকে পাশে পাবে। তাদের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করবো। এজন্য তিনি আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন প্রত্যাশা করেন।
মাথিউরা গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট ব্যবসায়ী লোদী এন্টার প্রাইজ ও হোটেল ইষ্টান গেইট এর স্বত্বাধিকারী নিজাম উদ্দিন লোদীর উদ্যোগে জাতীয় সংসদ সদস্য প্রার্থী সরওয়ার হোসেন এর সমর্থনে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আফতাব উদ্দিন, বিশিষ্ট শিল্পপতি মুছলেহ উদ্দিন খান,সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ সেলিম, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মো. আব্দুল বারী, সিলেট মহানগর শ্রমিকলীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, সাবেক ব্যাংক ম্যানেজার আব্দুল আহাদ, প্রবাসী ব্যবসায়ী মাসুক আহমদ, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা এনামুল মুনিম শামীম লোদী, সিলেট রাজা জি.সি হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মুমিত, ছালেহ আহমদ ফয়েজী, তাজ উদ্দিন তাজ, হোটেল সুপ্রীম এর স্বত্বাধিকারী ফয়েজ লোদী, যুক্তরাজ্য প্রবাসী অনলাইন এক্টিভিস্ট নুর উদ্দিন লোদী। আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কামাল আহমদ, মোহাম্মদ ছামি কামাল, সাহেদ আহমদ, শাকিল আহমদ, ফুয়াদ বক্সী প্রমুখ। মতবিনিময় সভায় বিভিন্ন পেশার শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।