পূর্ব লন্ডনের সিলেট হাউজ ট্রাভেলস তছনছ, ডাকাতি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৩, ২:৫৪:৪২ অপরাহ্ন
লন্ডন অফিস: হজ্ব ও ওমরার জন্যে কমিউনিটির কাছে সুপরিচিত পূর্ব লন্ডনের হ্যাসেল স্ট্রিটের সিলেট হাউজ ট্রাভেলসে এক ভয়ংকর ডাকাতি সংঘটিত হওয়ার খবর পাওয়া গেছে।
স্বত্বাধিকারী শাহজাহান মিয়া রানার টিভিকে জানিয়েছেন, সকালে প্রতিবেশি তাকে জানান, তার দোকানের শাটার ভাঙ্গা। তিনি বাচ্চাকে স্কুলে ড্রপ দিতে যাওয়া বাদ দিয়ে সরাসরি দোকানে এসে দেখেন তছনছ অবস্থা। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও বলা যাচ্ছে না বলে জানান তিনি কারণ এখনও ভাল করে হিসাব করতে পারেননি। তিনি দোকানে আসার আগে পুলিশ এসেছে। ফরেনসিক টিমও এসেছিলেন।
শাহজাহান মিয়া জানান, কিছুদিন আগে তার বাসাও চুরি হয়েছে। তিনি বলেন, বিশ বছর ধরে তাদের এ ব্যবসা, কারো সাথে শত্রুতা নেই। বিস্তারিত রয়েছে নিচের ভিডিওতে।