দক্ষিণ কোরিয়া প্রবাসী অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৩, ১২:৪১:০৭ অপরাহ্ন
দক্ষিণ কোরিয়া প্রবাসী অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে দক্ষিণ কোরিয়া প্রবাসী মো. আবু সায়েমকে সভাপতি, আসাদুজ্জামান সজীবকে সাধারণ সম্পাদক ও ফয়সাল আহমেদকে সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়ে।
১ মার্চ দক্ষিণ কোরিয়ার নতুন কমিটি গঠন বিষয়ক উপকমিটির পক্ষ থেকে নতুন সভাপতি, সাধারণ সম্পক ও সাংগঠনিক সম্পাদক নির্ধারণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি এনায়েত হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক তারেকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আহমেদ, তথ্য ও প্রযুক্তি বিষয় সম্পাদক ইঞ্জিনিয়ার মনির হোসেন।
৪৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নেতৃবৃন্দকে সততা, ন্যায়-নীতি, আদর্শ বজায় রেখে প্রবাসীদের বিভিন্ন সেবামূলক কার্যক্রম সম্পাদন এবং বাংলাদেশে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে অবদান রাখার অঙ্গীকার করেছেন।