মহানগর বিএনপির নবনির্বাচিত কমিটিকে জেলা বিএনপির অভিনন্দন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৩, ৯:২১:০০ অপরাহ্ন
সিলেট অফিস: সিলেট মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিলে তৃণমূলের ভোটে নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুবকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।
শুক্রবার রাতে এক যৌথ অভিনন্দন বার্তায় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, বিএনপি শুধু মুখেই গণতন্ত্রের কথা বলে না, বাস্তবে দলের নেতৃত্ব নির্বাচনেও গণতন্ত্রের চর্চা করে। তৃণমূলের নেতাদের প্রত্যক্ষ ভোটে নবনির্বাচিত কমিটির নেতৃত্বে আগামী দিনের আন্দোলন সংগ্রাম আরও ত্বরান্বিত হবে।
জেলা বিএনপির নেতৃবৃন্দ কাউন্সিলে অংশগ্রহণকারী অন্যান্য নেতারাও আগামী দিনের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন।