সিলেট: ভোটগ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষায়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৩, ৭:০১:৪২ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি: সিলেট মহানগর বিএনপির সম্মেলনে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) নগরীর রেজিস্ট্রারি মাঠে সম্মেলনের প্রথম অধিবেশন সকাল পৌনে ১০টায় থেকে শুরু হেয়ে চলে বেলা ১২টা পর্যন্ত। এরপর দুপুর ২টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলে বিকেল ৫টা পর্যন্ত। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ শেষে সংগঠনের শীর্ষ তিন পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
সিটি সম্প্রসারিত হওয়ায় মহানগর বিস্তৃত হয়েছে ৪২টি ওয়ার্ডে। তবে সম্মেলনে কাউন্সিলর থাকছেন পুরোনো ২৭টি ওয়ার্ডের। প্রতিটি ওয়ার্ডে থাকছেন ৭১ জন কাউন্সিলর। সব মিলিয়ে মিলে ১ হাজার ৯১৮ জন ভোট দেয়ার কথা থাকলেও ভোট পড়েছে ১ হাজার ৮৩৭ টি।
নির্বাচন সম্পন্নের জন্য সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এটিএম ফয়েজ উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করে ৪ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
মহানগর বিএনপির সভাপতি পদ পেতে লড়ছেন সাবেক সভাপতি নাসিম হোসাইন, আহ্বায়ক কমিটির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, সাধারণ সম্পাদক পদে লড়ছেন আহ্বায়ক কমিটির দুই যুগ্ম-আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী ও সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।
সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী রেজাউল করিম নাচন, সৈয়দ সাফেক মাহবুব, আবদুল্লাহ শফি সায়ীদ সাহেদ ও মোস্তফা কামাল ফরহাদ।
সম্মেলনকে ঘিরে নগরজুড়ে ঝুলছে তাদের পোস্টার, ব্যানার ও ফেস্টুন। কদর বেড়েছে তৃণমূল নেতাকর্মীদের।
সিলেট মহানগর বিএনপির সর্বশেষ সম্মেলন হয় ২০১৬ সালের ৭ জানুয়ারিতে। দীর্ঘ সাত বছর পর এই ইউনিটের সম্মেলন হচ্ছে আজ। সম্মেলনে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর ভার্চুয়ালি যুক্ত রয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।